বুধবার | ৩ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে

ওয়ান-টু-থ্রি-ফোর, শাহবাগী নো মোর

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.1107,0.0000; brp_del_sen:1.0000,0.0000; motionR: null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2097152;cct_value: 0;AI_Scene: (9, 0);aec_lux: 397.58005;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 32;

মব সন্ত্রাস ও জুডিশিয়াল কিলিং এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দিবাগত রাত ২ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেক শুরু হয়ে ছেলে ও মেয়েদের ১৭টি হলের সামনে দিয়ে শহীদ মিনার এলাকা হয়ে আবার বটতলায় এসে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা,”1234 শাহবাগী নো মোর”,”শাহবাগী সন্ত্রাস করে,ইন্টেরিম কি করে”,”শাহবাগের দালালেরা,হুশিয়ার সাবধান” ইত্যাদী স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন জাবি শাখার সংগঠক সোয়াইব হাসান বলেন,”যখন রক্ত পিপাসু খুনিদের একটা মব এসেছিল, একটা পত্রিকা নিউজ করেছিল, শাহবাগে শুনি ফ্যাসিবাদের পদধ্বনি। আজকে আবার সেই ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যায়। এটা ২০১৩ না। যতদিন আমরা আছি এই বাংলাদেশের বুকে আরেকটা জুডিশিয়াল কিলিং, আরেকটা ডিহিউম্যানাইজেশনের প্রক্রিয়া আমরা শুরু করতে দিব না। তুই বাকশালের ছাত্রলীগ নিয়ে আয়, তুই শাহরীয়ার কবিররে নিয়ে আয়, তুই লাকিরে নিয়ে আয়, আরেকটা শাহাবাগ করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। ২০১৩ সালের জুডিশিয়াল কিলিং এর বিচার, প্রাণ হারানো প্রত্যেকটা ভাইদের বিচার আমরা করব। কারা কারা অফিসিয়ালি জুডিশিয়াল কিলিং এর রাস্তা তৈরি করেছিল আমরা কিন্তু তাদের ভুলি নাই। যতদিন আমরা আছি ততদিন এ বাংলাদেশের মাটিতে আর কোন জুডিশিয়াল কিলিং, আর কোন ফ্যাসিবাদী মব, আর কোন ডিহিউম্যানাইজেশন করতে দিব না।”
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন আয়ান বলেন,” এই ফ্যাসিবাদের উত্থান হয়েছিল যেখান থেকে সে শাহবাগী আন্দোলন আবারব জাগ্রত হয়েছে। আমরা ধিক্কার জানিয়ে বলতে চাই এই ফ্যাসিবাদের উত্থান যে জরেছিলো সে গণজাগরণ মঞ্চ সংগঠক লাকী আজকে সে রাজপথে স্লোগান দিয়ে বেড়াচ্ছে। যে লাকীর মধ্য দিয়ে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল, সে লাকী কে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। এই বাংলায় আমরা আর কখনো শাহবাগ কায়েম হতে দিব না। প্রয়োজনে আমরা রক্ত দিব, জীবন দিয়ে দিব তবুও আমরা আর এ শাপলা হত্যার মতো ঘটনা ঘটতে দিবো না। আজকে যে ধর্ষণের শান্তিপূর্ণ আন্দোলন হয়েছিল, সেখানে দিল্লির প্রেসক্রিপশনে ষড়যন্ত্র চালিয়েছিল সে ষড়যন্ত্র আমরা কায়েম হতে দিব না। দিল্লির প্রেসক্রিপশনে বাংলা চলবে না। শাহবাগীরা এই দেশকে নিয়ে আর কোনো ষড়যন্ত্র করতে পারবে না।”
এছাড়াও আধিপত্যবাদ বিরোধি মঞ্চ এর আহবায়ক আনজুম শাহরিয়ার বলেন,”২৪ এর গণঅভ্যুত্থানের রক্তের ওপর দাড়িয়ে আমরা দেখতে পাই মব জাস্টিসের সুচনাকারী, জুডিসিয়াল কিলিং এর সুচনাকারী সেই লাকী আক্তাররা আবার স্বৈরাচারের ডাক দিচ্ছে। ২০২৫ এসে দেশে কেউ যদি আবার মব জাস্টিস কায়েম করতে চায়, জুডিশিয়াল কিলিং প্রতিষ্টা করতে চায় ছাত্রজনতা কঠোর হস্তে দমন করবে। ইন্টেরিম সরকার যখন খুনি হাসিনা সহ সকল অপরাধীর একটা বিচারিক প্রক্রিয়ার দিকে আগাচ্ছে তখন একটা কুচক্রি মহল বিভিন্ন আন্দোলন কে কেন্দ্র করে বিদেশী শক্তির মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চাচ্ছে। ধর্ষণবিরোধী আন্দোলনকে কেন্দ করে আজকে যে মব সৃষ্টি করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। শাহবাগে যে জুডিসিয়াল কিলিং এর সুচনা করা হয়েছিল, শাপলা চত্ত্বরে যে হাজারো ইসলামপ্রিয় মানুষের ওপর গুলি চালানো হয়েছিল, ইন্টেরিম সরকারের কাছে এর বিচার দাবি করছি।”
সংক্ষিপ্ত বক্তৃতা শেষে সবাইকে মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করায় ধন্যবাদ জানিয়ে কার্যক্রম এর সমাপ্তি ঘোষণা করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

ওয়ান-টু-থ্রি-ফোর, শাহবাগী নো মোর

আপডেট সময় : ১০:০৫:২১ পূর্বাহ্ণ, বুধবার, ১২ মার্চ ২০২৫
মব সন্ত্রাস ও জুডিশিয়াল কিলিং এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দিবাগত রাত ২ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেক শুরু হয়ে ছেলে ও মেয়েদের ১৭টি হলের সামনে দিয়ে শহীদ মিনার এলাকা হয়ে আবার বটতলায় এসে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা,”1234 শাহবাগী নো মোর”,”শাহবাগী সন্ত্রাস করে,ইন্টেরিম কি করে”,”শাহবাগের দালালেরা,হুশিয়ার সাবধান” ইত্যাদী স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন জাবি শাখার সংগঠক সোয়াইব হাসান বলেন,”যখন রক্ত পিপাসু খুনিদের একটা মব এসেছিল, একটা পত্রিকা নিউজ করেছিল, শাহবাগে শুনি ফ্যাসিবাদের পদধ্বনি। আজকে আবার সেই ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যায়। এটা ২০১৩ না। যতদিন আমরা আছি এই বাংলাদেশের বুকে আরেকটা জুডিশিয়াল কিলিং, আরেকটা ডিহিউম্যানাইজেশনের প্রক্রিয়া আমরা শুরু করতে দিব না। তুই বাকশালের ছাত্রলীগ নিয়ে আয়, তুই শাহরীয়ার কবিররে নিয়ে আয়, তুই লাকিরে নিয়ে আয়, আরেকটা শাহাবাগ করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। ২০১৩ সালের জুডিশিয়াল কিলিং এর বিচার, প্রাণ হারানো প্রত্যেকটা ভাইদের বিচার আমরা করব। কারা কারা অফিসিয়ালি জুডিশিয়াল কিলিং এর রাস্তা তৈরি করেছিল আমরা কিন্তু তাদের ভুলি নাই। যতদিন আমরা আছি ততদিন এ বাংলাদেশের মাটিতে আর কোন জুডিশিয়াল কিলিং, আর কোন ফ্যাসিবাদী মব, আর কোন ডিহিউম্যানাইজেশন করতে দিব না।”
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন আয়ান বলেন,” এই ফ্যাসিবাদের উত্থান হয়েছিল যেখান থেকে সে শাহবাগী আন্দোলন আবারব জাগ্রত হয়েছে। আমরা ধিক্কার জানিয়ে বলতে চাই এই ফ্যাসিবাদের উত্থান যে জরেছিলো সে গণজাগরণ মঞ্চ সংগঠক লাকী আজকে সে রাজপথে স্লোগান দিয়ে বেড়াচ্ছে। যে লাকীর মধ্য দিয়ে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল, সে লাকী কে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। এই বাংলায় আমরা আর কখনো শাহবাগ কায়েম হতে দিব না। প্রয়োজনে আমরা রক্ত দিব, জীবন দিয়ে দিব তবুও আমরা আর এ শাপলা হত্যার মতো ঘটনা ঘটতে দিবো না। আজকে যে ধর্ষণের শান্তিপূর্ণ আন্দোলন হয়েছিল, সেখানে দিল্লির প্রেসক্রিপশনে ষড়যন্ত্র চালিয়েছিল সে ষড়যন্ত্র আমরা কায়েম হতে দিব না। দিল্লির প্রেসক্রিপশনে বাংলা চলবে না। শাহবাগীরা এই দেশকে নিয়ে আর কোনো ষড়যন্ত্র করতে পারবে না।”
এছাড়াও আধিপত্যবাদ বিরোধি মঞ্চ এর আহবায়ক আনজুম শাহরিয়ার বলেন,”২৪ এর গণঅভ্যুত্থানের রক্তের ওপর দাড়িয়ে আমরা দেখতে পাই মব জাস্টিসের সুচনাকারী, জুডিসিয়াল কিলিং এর সুচনাকারী সেই লাকী আক্তাররা আবার স্বৈরাচারের ডাক দিচ্ছে। ২০২৫ এসে দেশে কেউ যদি আবার মব জাস্টিস কায়েম করতে চায়, জুডিশিয়াল কিলিং প্রতিষ্টা করতে চায় ছাত্রজনতা কঠোর হস্তে দমন করবে। ইন্টেরিম সরকার যখন খুনি হাসিনা সহ সকল অপরাধীর একটা বিচারিক প্রক্রিয়ার দিকে আগাচ্ছে তখন একটা কুচক্রি মহল বিভিন্ন আন্দোলন কে কেন্দ্র করে বিদেশী শক্তির মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চাচ্ছে। ধর্ষণবিরোধী আন্দোলনকে কেন্দ করে আজকে যে মব সৃষ্টি করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। শাহবাগে যে জুডিসিয়াল কিলিং এর সুচনা করা হয়েছিল, শাপলা চত্ত্বরে যে হাজারো ইসলামপ্রিয় মানুষের ওপর গুলি চালানো হয়েছিল, ইন্টেরিম সরকারের কাছে এর বিচার দাবি করছি।”
সংক্ষিপ্ত বক্তৃতা শেষে সবাইকে মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করায় ধন্যবাদ জানিয়ে কার্যক্রম এর সমাপ্তি ঘোষণা করা হয়।