দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় দিনাজপুর শহরের ফুড মিউজিয়াম রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হাবিপ্রবি সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রিয়া রানী মোদকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম ও অধ্যাপক রাফিয়া আক্তার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন পত্রিকার জেলা প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং হাবিপ্রবিসাসের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রক্টর বলেন, “হাবিপ্রবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সাফল্যের খবর সংবাদ মাধ্যমে প্রচারের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রেখেছে। জুলাই গণঅভ্যুত্থানে এই সাংবাদিক সমিতির ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকরা হলো আয়নার সদৃশ। তাঁরা প্রশাসনের ভুলগুলো তুলে ধরবে যাতে আমরা সঠিকভাবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষমতা অর্জন করি।”
উল্লেখ , নিজেদের মধ্যে আন্তরিকতা ও মাহে রমাদানের শুভেচ্ছা বিনিময়ের জন্য আয়োজন করে বলে জানা যায়।