নিউজ ডেস্ক:
গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে ফোরজি হ্যান্ডসেট কেনার সুবিধার্থে ব্যাংক এশিয়ার সাথে গ্রামীণফোন নিয়ে এসেছে একটি সহযোগিতামূলক উদ্যোগ, ফোরজি ডিভাইসের ফাইন্যান্সিং স্কিম ‘লোন দিয়ে ফোন’ । এই স্কিমের সাহায্যে একজন গ্রাহক যদি একটি ফোরজি হ্যান্ডসেট কিনতে চায়, তাহলে ব্যাংক এশিয়া ঋণ প্রদান করবে যা গ্রাহককে ৯ মাসের মধ্যে পরিশোধ করতে হবে। ভিন্ন ইন্ডাস্ট্রি থেকে আসা দুইটি স্বনামধন্য প্রতিষ্ঠানের জন্য যাদের কাছে এখন ও আর্থিক এবং ডিজিটাল সেবা পৌঁছায় নি তাদের কাছে সেবা পৌঁছে দেওয়ার এটি একটি দারুন সুযোগ। এর মাধ্যমে গ্রামীণফোন গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দিতে পারবে এবং গ্রাহক পাবে গ্রামীণফোনের সেরা ফোরজি নেটওয়ার্ক এবং পরিষেবার অভিজ্ঞতা। এই পাইলট প্রোজেক্ট সারা দেশে নির্বাচিত ৫টি গ্রামীণফোন সেন্টারে ৩ মাসের জন্য চালানো হবে।
অফারের বিস্তারিতঃ
- শুধুমাত্র পূর্ব নির্বাচিত গ্রাহকরাই “লোন দিয়ে ফোন” / ডিভাইস ফাইন্যান্সিংয়ের জন্য গ্রামীণফোনের জিপিসি-তে আসার জন্য কাঙ্খিত এসএমএস পাবেন। প্রাক-অনুমোদিত গ্রাহকরা জিপি দ্বারা অফারের জন্য এসএমএস পাবেন।
- এই বিশেষ পিওসি জিপি কো-ব্র্যান্ডেড হ্যান্ডসেট WE T1 ভিত্তিক হবে যার বর্তমান মূল্য ৪,৪৪৪ টাকা।
- যারা স্মার্টফোন ব্যবহার করেন না তারাই আমাদের প্রধান গ্রাহক।
- মনোনীত গ্রাহক জিপিসি-তে ১০০০ টাকা ডাউন পেমেন্ট করবেন এবং অবশিষ্ট পরিমাণ + (অবশিষ্ট পরিমাণে ….% সুদ) জিপিসি এবং জিপিসি-র বাইরের এজেন্ট ব্যাংকিং অথবা যে কোনো ব্যাংক এশিয়া শাখায় পরিশোধিত হবে।
- ব্যাংক এশিয়া থেকে ডিভাইস ফাইন্যান্স এর আগে মনোনীত ব্যক্তিকে অবশ্যই ব্যাংক এশিয়াতে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যাংক এশিয়ার এজেন্টরা এ ব্যাপারে সহায়তা করবে।
- প্রজেক্ট/ক্যাম্পেইনটি প্রয়োজন অনুযায়ী 3 মাসের জন্য চালানো হবে। নির্ধারিত সময়ের আগে বরাদ্দকৃত ডিভাইসগুলি শেষ হয়ে গেলে ক্যাম্পেইন বন্ধ হবে।
- জিপিসি এজেন্ট গ্রাহকের এসএমএস পরীক্ষা করবেন এবং ‘যোগ্য গ্রাহক এক্সেল শীট’ এর ভিত্তিতে গ্রাহকের যোগ্যতা নিশ্চিত করবে।
- জিপিসি এজেন্ট মনোনীত গ্রাহকের যোগ্যতা নিশ্চিত করতে এনআইডি নম্বর (বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট চেকিং সহ) এর বৈধতা যাচাই করবেন।শুধুমাত্র এমএসআইএসডিএন এর স্বত্বাধিকারীকেই অর্থায়ন সুবিধা প্রদান করা হবে, তার পক্ষে অন্য কেউ এই আর্থিক সহায়তা পাবেন না।
- জিপিসি এজেন্ট অনুমোদিত গ্রাহককে ব্যাঙ্কিং আনুষ্ঠানিকতা — অ্যাকাউন্ট খোলার এবং ঋণ প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি কাজের জন্য জিপিসি-তে থাকা ব্যাংক এশিয়া এজেন্টের কাছে প্রেরণ করবে।
- ব্যাংকিং আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য গ্রাহকদের জিপিসি কাউন্টারে ডাউন পেমেন্ট হিসাবে ১০০০ টাকা পরিশোধ করতে হবে।
- জিপিসি এজেন্ট মনোনীত গ্রাহককে (ব্যাংক প্রদত্ত অনুমোদন টোকেন সহ) প্রয়োজনীয় ডিভাইসটি প্রদান করবে টাকা প্রাপ্তির রসিদের সাথে।
- পিওসি-র জন্য, আমরা ৫টি সার্কেলের ৫টি জিপিসি বেছে নিয়েছি এই ক্যাম্পেইনের জন্য। এগুলো হলো:
- মিরপুর জিপিসি
- আগ্রাবাদ জিপিসি
- রাজশাহী জিপিসি
- সিলেট জিপিসি
- খুলনা জিপিসি
- ব্যাংক এশিয়ার সাথে ডিভাইস ফাইন্যান্সিংয়ের জন্য ঋণ গ্র্যান্টর এর প্রয়োজন হয় না। অ্যাকাউন্টের খোলার জন্য নমিনির বিস্তারিত বিবরণ (নমিনির স্বাক্ষর নয়) প্রয়োজন হলেও তাকে সশরীরে হাজির না থাকলেও চলবে।
- ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কোনও অতিরিক্ত অর্থের প্রয়োজন নেই।
- স্টক শেষ না হওয়া পর্যন্ত গ্রাহক বান্ডেল অফার (WE T1 ডিভাইসের সাথে বিদ্যমান) পাবেন।