নিউজ ডেস্ক:
ট্যাক্স কার্ডধারী করদাতাদের রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে শিগগিরই চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
গত বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির সম্মেলন কক্ষে ‘ট্যাক্স কার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে ‘ঔষধ’ ও ‘রসায়ন’ ক্যাটাগরিতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ও সাউথইস্ট ব্যাংক লিমিটেডকে ‘ট্যাক্স কার্ড’ প্রদান করা হয়। সেরা করদাতা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের পক্ষে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. হাবিব উল্লাহ মনজু ও সাউথইস্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আলমগীর কবিরের পক্ষে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. আমিনুল হক সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
এক বছর মেয়াদি ট্যাক্স কার্ডধারীরা বিভিন্ন জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। এছাড়া সড়ক, বিমান ও জলপথে টিকিট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। স্ত্রী-স্বামী, পুত্র-কন্যা চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে কেবিন সুবিধা, বিমানবন্দরে সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) লাউঞ্জ ব্যবহার করতে পারবেন। তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং পাওয়ার ক্ষেত্রেও অগ্রাধিকার পাবেন।
ট্যাক্স কার্ডপ্রাপ্ত দুটি প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে নজিবুর রহমান বলেন, ‘ট্যাক্স কার্ডপ্রাপ্ত সব ব্যক্তি-প্রতিষ্ঠান আমাদের সম্মানিত করদাতা। তারা উন্নয়নের অক্সিজেন ‘রাজস্ব’ যোগান দেন, তাদের দেওয়া রাজস্বে রাষ্ট্রের রাজস্বভাণ্ডার সমৃদ্ধ হয়। তাই এনবিআর তাদের সব ক্ষেত্রে সহযোগিতা ও অগ্রাধিকার দেবে। করদাতাদের ট্যাক্স কার্ডের সুবিধাসমূহ নিশ্চিত করতে সব মন্ত্রণালয়-বিভাগকে চিঠি দেওয়া হবে। ট্যাক্স কার্ডধারীরা জাতীয় রাজস্ব বোর্ডের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন।
সর্বোচ্চ করদাতা ব্যক্তি-প্রতিষ্ঠানকে উৎসাহ প্রদানের জন্য এ বছর ‘ট্যাক্স কার্ড নীতিমালা’ সংশোধন করে পূর্বের ২০টি ট্যাক্স কার্ডের স্থলে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড প্রদান করা হয়।