করসেবায় চালু হচ্ছে ‘আয়কর ক্যাম্প’ !

0
30

নিউজ ডেস্ক:

করসেবা বৃদ্ধির জন্য ‘আয়কর ক্যাম্প’ চালু করার মাধ্যমে জনগণের আরো কাছাকাছি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
গত সোমবার কর অঞ্চল-৩ পরিদর্শন শেষে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন।

দেশের সর্বক্ষেত্রে একটি রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার পাশাপাশি কাঙ্খিত করসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এনবিআর।

আয়কর ক্যাম্প চালুর জন্য নির্দেশনা দিয়ে মো. নজিবুর রহমান বলেন, ‘বর্তমানে দেশের সম্মানিত নাগরিকরা কর দেওয়াকে বাহাদুরি মনে করেন। তারা কর দিয়ে দেশের গর্বিত নাগরিক হতে চান। পাশাপাশি তারা কাঙ্খিত করসেবাও চান। তাই আমরা করনেট বৃদ্ধির জন্য করসেবাকে আরো অধিকতর সহজ করার কাজ করছি। জনগণকে দ্রুত করসেবা দেওয়ার জন্য আয়কর মেলা, আয়কর সপ্তাহের মতো আয়কর ক্যাম্প করা হবে। আয়কর ক্যাম্প থেকে সম্মানিত করদাতারা মেলার মতো উৎসবমুখর পরিবেশে সব ধরনের করসেবা পাবেন।

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ঢাকার সব কর অঞ্চলে আয়কর ক্যাম্পের আয়োজন করা হয়। পর্যায়ক্রমে সারাদেশে বিভিন্ন সময় আয়কর ক্যাম্প করা হবে।