নিউজ ডেস্ক:
টানা এক সপ্তাহ ধরে শ্রমিকদের কর্মবিরতির জেরে সাভারের আশুলিয়া এলাকার ৫৫টি গার্মেন্টস কারখানা এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। বুধবার থেকে এ ঘোষণা কার্যকর হচ্ছে। বন্ধ থাকা সময়ের জন্য শ্রমিকরা কোনো ধরণের বেতন-বোনাস পাবেন না।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র নেতারা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, টানা সাত দিন অনেক আলোচনা সত্ত্বেও শ্রমিকরা কাজে যোগ না দেয়ায় এ সিদ্ধান্ত নিলে বাধ্য হয়েছে মালিকপক্ষ। শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে যতদিন কারখানা বন্ধ থাকবে ততদিনের জন্য শ্রমিকরা কোনো বেতন-ভাতা পাবেন না। তবে শ্রমিকরা আবার কাজে ফিরতে চাইলে তাদের কাজে নেয়া হবে।
সংবাদ সম্মেলনের বিজিএমইএ’র অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ, বর্তমান সিনিয়র সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।