দিতীয়ার্ধের ৫০ মিনিটে ডি বক্সের বাইরে এঞ্জোজো ফার্নান্দেজের জোড়ালো শটে পা ছুইয়ে গোলের দেখা পান মেসি।
এই গোলের মাধ্যমে ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ছয়টি ভিন্ন ভিন্ন কোপা আমেরিকার আসরে গোলের দেখা পেলেন আর্জেন্টাইন লিটল ম্যাজিশিয়ান। মহাদেশীয় প্রতিযোগিতায় এটি তার ১৪তম গোল। সেমিফাইনাল পর্যন্ত অপেক্ষা শেষে গোল এলো আর্জেন্টাইন নাম্বার টেনের পা থেকে।
ইকুয়েডর ম্যাচের পর বেশ কিছু পরিবর্তন নিয়েই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ক্যারিয়ারের সায়াহ্নে আরেকবার আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে এলেন ডি মারিয়া। লিওনেল মেসি আর আলভারেজকে রাখা হলো স্ট্রাইকারের ভূমিকায়।
গোলটাও এসেছে সেই সূত্রেই। মাঝমাঠ থেকে অনেকটা ফাঁকায় আলভারেজের দিকে বল বাড়ান ডি পল। বল পেয়ে এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে জালের দেখা পান আর্জেন্টাইন নাম্বার নাইন। পুরো আসরে নিষ্প্রভ থাকার পর অবশেষে সেমিফাইনালের মঞ্চে গোলের দেখা পেলেন হুলিয়ান আলভারেজ। এখন পর্যন্ত আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে ফাইনালের পথে আর্জেন্টিনা।