নিউজ ডেস্ক:
তথ্য প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় থাকে তখন দেশের উন্নতি হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সময়ে দেশের মানুষের জীবনমানের ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকা আমাদের সবার দায়িত্ব।
বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কয়েকটি এলাকার মানুষের মাঝে ঈদ উপলক্ষে নতুন শাড়ি বিতরণকালে তথ্য প্রতিমন্ত্রী একথা বলেন। দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের সিলিমপুর এম.এ করিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য অনেক কাজ করেছেন। মাতৃত্বকালীন ভাতা ও ছুটির ব্যবস্থা করেছেন।
কোন গুজবে কান না দিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সহ¯্রাধিক দরিদ্র মানুষের হাতে ঈদ বস্ত্র তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।