গাইবান্ধা জেলা প্রতিনিধি –
গাইবান্ধা জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আয়োজনে ও পলাশবাড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা ২০২২ ইং অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) পলাশবাড়ী টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ।
সভায় আরো বক্তব্য রাখেন গাইবান্ধা নিরাপদ খাদ্য কতৃপক্ষের উপ পরিচালক মো.মিলন মিয়া,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার মিলন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম রিপন,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভীন, প্রানী সম্পাদক কর্মকর্তা আলতাব হোসেন, পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম পাতা,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,সহ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান,রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যান্যরা৷ সভায় উপজেলা জুড়ে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় কমিটির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করার পর চলমান আইন প্রয়োগের মাধ্যমে নিরাপদ খাদ্য বাস্তবায়ন করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা৷