চুয়াডাঙ্গার দামুড়হুদায় সর্প দংশনে কৃষকের মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
দামুড়হুদায় ধান রোপন করার সময় সর্প দংশনে শহিদুল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শহিদুল ইসলাম ওই গ্রামের মুনছুর আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের কামারপাড়া গ্রামের শহিদুল সকালে গ্রামের গাং মাঠের নিজ জমিতে ধান লাগনোর সময় বিষধর সাপ হাতে দংশন করে।
সঙ্গে সঙ্গে তার সাথে থাকা লেবাররা দ্রুত সাপসহ তাকে উদ্ধার করে। শহিদুলকে দ্রুত মাঠ থেকে নিয়ে মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নেওয়া হয় ।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়। গত মঙ্গলবারই নিজ গ্রামের কবরস্থানে তাকে বিকালে নামাজের জানাজা শেষে দাফন করা হয়।