নিউজ ডেস্ক:
কেরানীগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া বেবিস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- তারেক রহমান (৪২) ও বিল্লাল (২৮)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। এ ঘটনায় মামলা করা হয়েছে।