রাজনৈতিক দলের সম্মানে বিএনপির ইফতার মাহফিল ও পেশাজীবীদের নিয়ে ইফতার মাহফিলের তারিখ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, রাজনৈতিক দলের সম্মানে বিএনপির ইফতার মাহফিল ১৯ মার্চ এবং পেশাজীবীদের নিয়ে ইফতার মাহফিল আগামী ২১ মার্চ। রোববার (০৯ মার্চ) দলটির পক্ষ থেকে এ তথ্য জানান তিনি।
আরও জানানো হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এদিকে এর আগে রাজনৈতিক দলগুলোর সম্মানে রোববারের (৯ মার্চ) পূর্ব নির্ধারিত ইফতার মাহফিল কর্মসূচি স্থগিত করে বিএনপি।
শনিবার (৮ মার্চ) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন (৯ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল, তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সবার অবগতির জন্য স্থগিতের সিদ্ধান্ত জানানো হলো।