দেশজুড়ে টানা কয়েকদিন ধরে ধর্ষণের ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে মাগুরায় আট বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছে সর্বস্তরের মানুষ। ধর্ষকদের সর্বোচ্চ দাবি নিশ্চিত করার দাবিতে অনেকেই রাজপথে নেমে এসেছেন। একই দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার শরিফুল ইসলাম।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বাঁ-হাতি এই পেসার লিখেছেন, ‘আজকের সমাজে ধর্ষণ একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
এটি শুধু একজন নারী বা শিশুর জীবনই নষ্ট করে না, সমগ্র সমাজকে কলঙ্কিত করে। আমাদের সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে এবং ধর্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাতে হবে।’
এরপর তিনি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন, ‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’
দেশের যেকোনো আলোচিত ঘটনায় আগে থেকেই সরব হন শরিফুল। এর আগে সম্প্রতি তিনি নিজ এলাকায় বিভিন্ন বয়সীদের মাদকের ভয়াবহ নেশায় আসক্ত হওয়া নিয়েও নিজের শঙ্কার কথা জানিয়েছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে আট বছরের এক শিশু। ওই ঘটনায় অভিযুক্ত চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া ঠাকুরগাঁও, চট্টগ্রাম, মুন্সীগঞ্জ, কুমিল্লা ও মৌলভীবাজারে ধর্ষণের ঘটনা ঘটেছে গত কয়েকদিনের ব্যবধানে। এসব ঘটনায় জড়িতদের প্রকাশ্যে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নেমেছে সাধারণ জনতা।