বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে চাঁদপুরের কচুয়ায় লিফলেট বিতরণ ও ছাত্রদল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা ছাত্রদলের আয়োজনে ৪ ও ৫নং ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড ছাত্রদলের সুপার ফাইভ নেতাকর্মীদের সাথে এ মতবিনিময় করা হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধানের সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক ফরহাদ পাটোয়ারীর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ফ্রান্স শাখা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কামরুল হাসান ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম সহ আরো অনেকে।
এসময় বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী,উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহেল,আমিন উদ্দিন পাঠান,সাংগঠনিক সম্পাদক আবরার কুদ্দুস প্রধানীয়া,কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির খন্দকার,সাধারন সম্পাদক শাহরিয়ার রাহুল,ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব আনিছুর হক পরান সহ ৪ ও ৫নং ইউনিয়নের ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ইফতার মাহফিলে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।
ছবি: কচুয়ার ৪ ও ৫নং ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন, ফ্রান্স শাখা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কামরুল হাসান ভূঁইয়া।