নিউজ ডেস্ক:
ঝিনাইদহ কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়েরের দক্ষতায় তিন মাসেই চাঞ্চল্যকর কেয়া হত্যা মামলার সব আসামি আটক হয়েছেন। সর্বশেষ গত মঙ্গলবার রাত ১০টার দিকে ওই মামলার পলাতক ৩ নম্বর আসামি আজিম হোসেনকে উপজেলার বালিয়াডাঙ্গা বাজার থেকে আটক করা হয়। এর আগে ১ নম্বর আসামি মিলন হোসেন ও ২ নম্বর আসামি ইস্রাফিল হোসেন আটক হয়ে জেলে রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, তিনি চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলাটির দায়িত্ব নেওয়ার পরই আসামিদের আটকে তৎপরতা জোরদার করেন। খুনের ১ মাসের মধ্যেই তিনি মোটিভ উদ্ধারসহ ১ ও ২ নম্বর আসামিকে আটক করেন। তাঁরা খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দীও দিয়েছেন। তিনি জানান, সর্বশেষ মঙ্গলবার অভিযান চালিয়ে ৩ নম্বর আসামি ত্রিলোচনপুর গ্রামের আজহার আলীর পুত্র আজিম হোসেনকে আটক করেন। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি উপজেলার ত্রিলোচনপুর গ্রামের গৃহবধূ কেয়া খাতুনকে হত্যা করে চাঁদপুর মাঠের মধ্যে পুতে রাখেন আসামিরা। এর ১৭ দিন পর তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কেয়ার পিতা বাদী হয়ে কালীগঞ্জ থানাতে একটি হত্যা মামলা করেন।