সিলেট জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্ধ

0
63

নিউজ ডেস্ক:

আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কারি প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্ধ দেওয়া হয়েছে।

আজ সোমবার সকালে সিলেট জেলা প্রসাশক ও নির্বাচন রিটার্নিং  অফিসার জনাব জয়নাল আবেদীন চেয়ারম্যান পদে চারজন, সাধারণ সদস্য১০৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্যপদে ২৮ জন প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্ধ করেছেন।
এদের মধ্যে আওয়ামীলীগ  আওয়ামীলীগ  সমর্থিত প্রার্থী বর্তমান জেলা প্রসাশক প্রবীণ  আওয়ামীলীগ নেতা জনাব এডভোকেট লুৎফুর রহমান( আনারস),বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষানুরাগী জনাব ড. অধ্যক্ষ এনামুল হক সরদার( কাপ- পিরিচ),প্রবীণ  আওয়ামীলীগ নেতা জনাব জিয়াউদ্দীন আহমেদ লালা( ঘোড়া) এবং মাওলানা মোহাম্মাদ ফখরুল ইসলাম( মটর- সাইকেল) প্রতিক পেয়েছেন।এদিকে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পরপর একই স্থানে সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্যের মাঝে প্রতিক বরাদ্দ  দেওয়া হয়েছে।
সিলেট জেলা নির্বাচন  কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার জনাব আজিজুল ইসলাম রাজপথ নিউজ২৪.এর প্রতিনিধিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ০৪ জন,সাধারণ সদস্য পদে ১০৫ জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে২৮ জন প্রার্থী  রয়েছেন।
তিনি আরো বলেন,আগামি২৮ ডিসেম্বর নির্বাচনটি অনুষ্ঠিত  হবে।
এই দিন জেলার ১৫ টি ওয়ার্ডের১ হাজার৪৯৩ জন প্রতিনিধি ভোটার ভোট প্রদান করবেন।