রাজধানীতে ছুরিকাঘাত করে লাখ টাকা ছিনতাই!

0
46

নিউজ ডেস্ক:

রাজধানীর ফকিরাপুলে সিলেটের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ওই ব্যবসায়ীর নাম আনার মিয়া (৪৭)। শনিবার ভোর পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তিনি সিলেটের দক্ষিণ সুরমায় আশা মেশিনারিজ স্টোরের মালিক।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আনার মিয়া বলেন, মালামাল ক্রয়ের জন্য ঢাকায় এসেছিলেন তিনি। ভোরে রাজারবাগ পুলিশ লাইনের সামনে বাস থেকে নামেন। রিকশাযোগে পুরান ঢাকার নবাবপুরে যাওয়ার পথে ফকিরাপুলে পৌঁছলে একটি মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি তার হাতে ও পায়ে ছুরিকাঘাত করে। এ সময় তার কোমরে লুকিয়ে রাখা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।