চুয়াডাঙ্গা পৌর বিএনপি নেতা শাহ আলম আর নেই

0
25

নিজিস্ব প্রতিবেদকঃ

চুয়াডাঙ্গায় সকলের পরিচিত মুখ ও পৌর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শাহ আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। শাহ আলম পৌর এলাকার দিগড়ী হেলিপ্যাডপাড়ার মৃত আমির ইনলামের ছেলে। গতকাল যোহরের নামজের পর হেলিপ্যাড মাঠে জানাজা শেষে দিগড়ী কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে, পৌর বিএনপি নেতা শাহ আলমের মৃত্যুতে শোক জানিয়েছে জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।

পারিবা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে শাহ আলম জটিল কেডনি রোগে ভুগছিলেন। ডাইলোসিসের জন্য তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরই মধ্যে শুক্রবার রাতে তার অবস্থার অবনতি হতে শুরু করে। রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে, মা রেখে গেছেন।

এদিকে, জানাজার পূর্বে ভিডিও কলে যুক্ত হয়েছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। এসময় তিনি শাহ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নেতা-কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। জানাজার পূর্বে শাহ আলমের রাজনৈতিক জীবনী তুলে ধরে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. ওয়াহিদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা।

জানাজা ও দাফনে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাবু তরফদার, জেলা যুবদলের সভাপতি শরীফুজ্জামান সিজার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, পৌর সহসভাপতি ইন্তাজ আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিশর, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, পৌর কৃষক দলের সদস্যসচিব আশাদুল হক জোয়ার্দার আলো, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আবুল হোসেন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হক জোয়ার্দার পান্না, বিএনপি নেতা বাবলুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, শাহ আলমের আত্মীয়স্বজন ও এলাকাবাসী।