শিরোনাম :
Logo কর্মস্থলে অনুপস্থিত কর্মচারীকে বেতনসিটে উপস্থিতি দেখিয়ে বেতন বিল তৈরির অভিযোগ যবিপ্রবি কর্মকর্তার বিরুদ্ধে Logo কেটিএমের নতুন বাইক ভারতের বাজারে আসবে কাল! Logo আপনারেই কিন্তু রিপেয়ার করে দিব, নির্বাহী প্রকৌশলীকে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ Logo জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস Logo মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত Logo ছিনতাইকারীর কবলে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী Logo চট্টগ্রাম বোর্ডে এসএসসির বাংলা পরীক্ষায় অনুপস্থিত ১১৭৩ জন Logo যথাসময়ে নামাজ পড়ার পুরস্কার Logo ইসলামের দৃষ্টিতে চুপ থাকা

এমপি নাথানিয়্যাল আরস্কিন স্মিথের সাথে বিসিসিবির বৈঠক !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২৭:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কানাডা প্রবাসী বাংলাদেশিদের অনলাইন ভিত্তিক ফোরাম ‘বাংলাদেশি কানাডীয়ান-কানাডীয়ান বাংলাদেশি’র একটি প্রতিনিধি দল চলতি বছরের গত ১ মার্চ বাঙালী অধ্যূষিত বিচেস ইস্ট ইয়র্ক এলাকার এমপি নাথানিয়্যাল আরস্কিন স্মিথ এর সঙ্গে বৈঠকে মিলিত হন।

এমপি নাথানিয়্যাল আরস্কিন স্মিথ  এর কনস্টিটিউয়েন্সি অফিসে অনুষ্ঠিত এই বৈঠকে বিসিসিবির প্রধান রিমন মাহমুদের নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন শামসুল মোক্তাদির, দেওয়ান আহমেদ, ইজারুল ভূইয়া, মাস হুদা ইসলাম, শওগাত আলী সাগর প্রমূখ।

প্রসঙ্গত নাথানিয়্যাল আরস্কিন স্মিথ কানাডা বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডস গ্রুপের চেয়ারম্যান। সভায় বিসিসিবির পক্ষে সংগঠনের উদ্দেশ্য, আদর্শ এবং কর্মসূচীর বিস্তারিত তুলে ধরেন রিমন মাহমুদ।

এ সময় তিনি বলেন, “মাত্র এক বছরের ব্যবধানে বিসিসিবির ফেসবুক গ্রুপে বারো হাজারের বেশি কানাডীয়ান বাংলাদেশি ও বাংলাদেশি কানাডীয়ান যুক্ত হয়েছে। সংগঠনের কর্মসূচী এবং কর্মতৎপরতাই তারা আকৃষ্ট হয়ে স্বেচ্ছায় এই ফোরামে যোগ দিয়েছেন।

রিমন মাহমুদ আরও বলেন, বিসিসিবি কানাডার মূলধারায় বাংলাদেশি বংশোদ্ভূতদের স্বাতন্ত্রবোধ এবং তাদের ঐতিহ্য প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয়ানদের মূলধারায় নিজেদের প্রতিষ্ঠার সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখছে। ” প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরাও এ সময় বিসিসিবির কর্মতৎপরতা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

এমপি নাথানিয়াল নাথানিয়্যাল আরস্কিন স্মিথ বিসিসিবির কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “তার নির্বাচনী এলাকার সিংহ ভাগ ভোটার বাংলাদেশি বংশোদ্ভূত। ফলে বাংলাদেশি কমিউনিটির সাথে তার নিবিড় যোগাযোগ রয়েছে। বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের সাথেও তার মতবিনিময় হয়। ”

তিনি আরও বলেন, “বিসিসিবির নেতৃত্বে তারুন্যের সংখ্যাধিক্য তাকে প্রবলভাবে আকৃষ্ট করেছে। সংগঠনটি নিরবচ্ছিন্নভাবে কানাডীয়ান সমাজে বাংলাদেশি কমিউনিটিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠার জন্য যেভাবে কাজ করছে তা প্রশংসনীয়। ” নাথানিয়াল বাংলাদেশি কমিউনিটির কল্যানে বিসিসিবির সব ধরনের পদক্ষেপে সহায়তার আশ্বাস দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে অনুপস্থিত কর্মচারীকে বেতনসিটে উপস্থিতি দেখিয়ে বেতন বিল তৈরির অভিযোগ যবিপ্রবি কর্মকর্তার বিরুদ্ধে

এমপি নাথানিয়্যাল আরস্কিন স্মিথের সাথে বিসিসিবির বৈঠক !

আপডেট সময় : ০২:২৭:৪৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

কানাডা প্রবাসী বাংলাদেশিদের অনলাইন ভিত্তিক ফোরাম ‘বাংলাদেশি কানাডীয়ান-কানাডীয়ান বাংলাদেশি’র একটি প্রতিনিধি দল চলতি বছরের গত ১ মার্চ বাঙালী অধ্যূষিত বিচেস ইস্ট ইয়র্ক এলাকার এমপি নাথানিয়্যাল আরস্কিন স্মিথ এর সঙ্গে বৈঠকে মিলিত হন।

এমপি নাথানিয়্যাল আরস্কিন স্মিথ  এর কনস্টিটিউয়েন্সি অফিসে অনুষ্ঠিত এই বৈঠকে বিসিসিবির প্রধান রিমন মাহমুদের নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন শামসুল মোক্তাদির, দেওয়ান আহমেদ, ইজারুল ভূইয়া, মাস হুদা ইসলাম, শওগাত আলী সাগর প্রমূখ।

প্রসঙ্গত নাথানিয়্যাল আরস্কিন স্মিথ কানাডা বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডস গ্রুপের চেয়ারম্যান। সভায় বিসিসিবির পক্ষে সংগঠনের উদ্দেশ্য, আদর্শ এবং কর্মসূচীর বিস্তারিত তুলে ধরেন রিমন মাহমুদ।

এ সময় তিনি বলেন, “মাত্র এক বছরের ব্যবধানে বিসিসিবির ফেসবুক গ্রুপে বারো হাজারের বেশি কানাডীয়ান বাংলাদেশি ও বাংলাদেশি কানাডীয়ান যুক্ত হয়েছে। সংগঠনের কর্মসূচী এবং কর্মতৎপরতাই তারা আকৃষ্ট হয়ে স্বেচ্ছায় এই ফোরামে যোগ দিয়েছেন।

রিমন মাহমুদ আরও বলেন, বিসিসিবি কানাডার মূলধারায় বাংলাদেশি বংশোদ্ভূতদের স্বাতন্ত্রবোধ এবং তাদের ঐতিহ্য প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয়ানদের মূলধারায় নিজেদের প্রতিষ্ঠার সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখছে। ” প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরাও এ সময় বিসিসিবির কর্মতৎপরতা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

এমপি নাথানিয়াল নাথানিয়্যাল আরস্কিন স্মিথ বিসিসিবির কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “তার নির্বাচনী এলাকার সিংহ ভাগ ভোটার বাংলাদেশি বংশোদ্ভূত। ফলে বাংলাদেশি কমিউনিটির সাথে তার নিবিড় যোগাযোগ রয়েছে। বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের সাথেও তার মতবিনিময় হয়। ”

তিনি আরও বলেন, “বিসিসিবির নেতৃত্বে তারুন্যের সংখ্যাধিক্য তাকে প্রবলভাবে আকৃষ্ট করেছে। সংগঠনটি নিরবচ্ছিন্নভাবে কানাডীয়ান সমাজে বাংলাদেশি কমিউনিটিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠার জন্য যেভাবে কাজ করছে তা প্রশংসনীয়। ” নাথানিয়াল বাংলাদেশি কমিউনিটির কল্যানে বিসিসিবির সব ধরনের পদক্ষেপে সহায়তার আশ্বাস দেন।