দর্শক চাইলে অবশ্যই ‘তুফান ২’ হবে : চঞ্চল চৌধুরী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৫১:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
  • ৭৬১ বার পড়া হয়েছে

এবারের ঈদে মুক্তি পেয়েছে ৫টি ছবি। এর মধ্যে অন্যতম আলোচনায় রয়েছে শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমা।

ঈদের দিন সোমবার দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। ছবিটি মুক্তির পরে এক সংবাদ সম্মেলনে চঞ্চল চৌধুরী ভক্ত-অনুরাগীদের মাঝে এক নতুন বার্তা দিয়েছেন।

চঞ্চল চৌধুরী বলেন, ‘কোরবানির দিন ছবি প্রকাশ না করে পরেরদিন করলে ভালো হতো। কারণ সবাই তো কোরবানি নিয়ে ব্যস্ত থাকে । এরপরও আমি দেখলাম যে সারা বাংলাদেশের সিনেমা হলে যতটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পাচ্ছি এটা সত্যি অবিশ্বাস্য।’

এ অভিনেতা বলেন, ‘আমরা সিনেমাকে নিয়ে এ রকমই স্বপ্ন দেখি। আমরা যে বড় কিছু করার চেষ্টা করছি এখন তা সারা সারাদেশের মানুষকে বলতে পারি। দেশের দর্শক যদি আমাদের সাথে থাকেন এর চাইতে আরও বড় কিছু আমরা করতে পারবো। দর্শক যা চাই সেটাই হবে। আর দর্শক চাইলে অবশ্যই ‘তুফান ২’ হবে।’

এ সময় প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘কোরবানি ঈদের সময় দর্শকরা হলে খুব একটা আসেন না । এবার যেভাবে হলে দর্শকরা এসেছেন আমি গত কয়েক বছরে এইভাবে করে দর্শকের ঢল সিনেমা হলে দেখি নি।’ উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন।

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী, এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।

তুফান ছাড়াও এই ঈদে মুক্তি পেয়েছে- ‘ময়ূরাক্ষী’, ‘আগন্তুক’, ‘ডার্ক ওয়ার্ল্ড’ ও ‘রিভেঞ্জ’।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে অব্যাহতি

দর্শক চাইলে অবশ্যই ‘তুফান ২’ হবে : চঞ্চল চৌধুরী

আপডেট সময় : ১০:৫১:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

এবারের ঈদে মুক্তি পেয়েছে ৫টি ছবি। এর মধ্যে অন্যতম আলোচনায় রয়েছে শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমা।

ঈদের দিন সোমবার দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। ছবিটি মুক্তির পরে এক সংবাদ সম্মেলনে চঞ্চল চৌধুরী ভক্ত-অনুরাগীদের মাঝে এক নতুন বার্তা দিয়েছেন।

চঞ্চল চৌধুরী বলেন, ‘কোরবানির দিন ছবি প্রকাশ না করে পরেরদিন করলে ভালো হতো। কারণ সবাই তো কোরবানি নিয়ে ব্যস্ত থাকে । এরপরও আমি দেখলাম যে সারা বাংলাদেশের সিনেমা হলে যতটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পাচ্ছি এটা সত্যি অবিশ্বাস্য।’

এ অভিনেতা বলেন, ‘আমরা সিনেমাকে নিয়ে এ রকমই স্বপ্ন দেখি। আমরা যে বড় কিছু করার চেষ্টা করছি এখন তা সারা সারাদেশের মানুষকে বলতে পারি। দেশের দর্শক যদি আমাদের সাথে থাকেন এর চাইতে আরও বড় কিছু আমরা করতে পারবো। দর্শক যা চাই সেটাই হবে। আর দর্শক চাইলে অবশ্যই ‘তুফান ২’ হবে।’

এ সময় প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘কোরবানি ঈদের সময় দর্শকরা হলে খুব একটা আসেন না । এবার যেভাবে হলে দর্শকরা এসেছেন আমি গত কয়েক বছরে এইভাবে করে দর্শকের ঢল সিনেমা হলে দেখি নি।’ উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন।

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী, এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।

তুফান ছাড়াও এই ঈদে মুক্তি পেয়েছে- ‘ময়ূরাক্ষী’, ‘আগন্তুক’, ‘ডার্ক ওয়ার্ল্ড’ ও ‘রিভেঞ্জ’।