মঙ্গলবার | ১৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী Logo পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, অভিযোগ শিবির সমর্থিত বেরোবি শিক্ষার্থী পরিষদ প্যানেলের  Logo ব্রাকসু নির্বাচনের চতুর্থত বার পুনঃতফসিল ঘোষণা  Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম: পরিদর্শনে উপাচার্য ও উপ-উপাচার্য Logo গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি Logo যৌন নিপীড়নের দায়ে খুবি শিক্ষককে দুই বছরের অব্যাহিত  Logo বারিষাব ইউনিয়নের ১০৩/৭৭ আল-তৌফিকী সড়ক পাকা ও আধুনিকীকরণের জরুরি প্রয়োজন Logo মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক Logo রাকসুর উদ্যোগে সুপেয় পানির ফিল্টার স্থাপন Logo গণভোট উপলক্ষে পলাশবাড়ীতে গণসচেতনতায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলোচনা ও লিফলেট বিতরণ 

সাজিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেধাবী শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহর আত্মার মাগফিরাত ও শান্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে ‘জাস্টিস ফর শহীদ সাজিদ আব্দুল্লাহ’ প্ল্যাটফর্ম। শুক্রবার (১ আগস্ট) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশরাফী, এবং আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড মো নাছির উদ্দিন মিঝিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফ আলী খানের পরিচালনায় শহীদ সাজিদ আব্দুল্লাহর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে দোয়া মাহফিলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উল্লেখ্য, ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। তবে এই মৃত্যুকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারছেন না তার সহপাঠী, বন্ধু এবং স্বজনেরা। ফলে মৃত্যু ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা।

গত ২৯ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীরা শহীদ সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে মিলিত হন এবং তাদের দাবির প্রেক্ষিতে আগামী রবিবারের (৩ আগস্ট) মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের আশ্বাস দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী

সাজিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪১:৩৮ অপরাহ্ণ, শুক্রবার, ১ আগস্ট ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেধাবী শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহর আত্মার মাগফিরাত ও শান্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে ‘জাস্টিস ফর শহীদ সাজিদ আব্দুল্লাহ’ প্ল্যাটফর্ম। শুক্রবার (১ আগস্ট) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশরাফী, এবং আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড মো নাছির উদ্দিন মিঝিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফ আলী খানের পরিচালনায় শহীদ সাজিদ আব্দুল্লাহর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে দোয়া মাহফিলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উল্লেখ্য, ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। তবে এই মৃত্যুকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারছেন না তার সহপাঠী, বন্ধু এবং স্বজনেরা। ফলে মৃত্যু ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা।

গত ২৯ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীরা শহীদ সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে মিলিত হন এবং তাদের দাবির প্রেক্ষিতে আগামী রবিবারের (৩ আগস্ট) মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের আশ্বাস দেন।