বৃহস্পতিবার | ২৭ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

জকসু নিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে আগ্রহী নন- জবি রেজিস্ট্রার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪৪:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৮৩৪ বার পড়া হয়েছে

মোঃনিয়াজ শফিক,জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন নিয়ে কথা বলতে গেলে সাংবাদিকদের সঙ্গে দূর্ব্যবহারের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে। এসময় তিনি বলেন, “জকসু নিয়ে আমার কোন দায়বদ্ধতা নেই। এ নিয়ে আমি কোনো কিছু জানিনা। জকসু নিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে আমি আগ্রহী নই।”

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রশাসনিক ভবনে রেজিস্ট্রারের সঙ্গে ছাত্র সংসদ নির্বাচন সম্পর্কে কথা বলতে যান একটি বেসরকারি টেলিভিশন ও একটি জাতীয় পত্রিকার রিপোর্টার। ভুক্তভোগী ওই দুই সাংবাদিক এসব অভিযোগ করেন।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক লগ্ন বলেন, ‘আমি একজন রিপোর্টার হিসেবে জকসু নিয়ে জানতে চেয়েছিলাম। কিন্তু স্যারের এমন আচরণে আমি ব্যথিত। এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক রাকিবুল ইসলাম বলেন, “রেজিস্ট্রার স্যার বলেন, তিনি জকসুর নীতিমালা কমিটির সদস্য সচিব নন। একজন সাধারণ সদস্য। ‘আমি কিছু জানি না।’ এসময় তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে আগ্রহী না বলে জানান।

এর আগে গত বুধবার কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির, ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্রসংসদ, আপ বাংলাদেশ সহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়। মানববন্ধনে নেতারা দুই কার্যদিবসের মধ্যে রোডম্যাপ ঘোষণার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে ‎জানা যায়, ২০০৫ সালের ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন’-এ ছাত্র সংসদ সংক্রান্ত কোন আইন না থাকায় এযাবৎ কালীন জকসু নির্বাচন সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর একবারও জকসু নির্বাচন হয়নি। তবে চলতি বছরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেট সভায় প্রথমবারের মতো জকসুর জন্য একটি খসড়া নীতিমালা উপস্থাপন করা হয়। এরপর সিন্ডিকেটের নির্দেশে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি নীতিমালা প্রণয়ন কমিটি গঠন করা হয়। কমিতি ইতিমধ্যে খসড়া নীতিমালা চূড়ান্ত করেছে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

জকসু নিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে আগ্রহী নন- জবি রেজিস্ট্রার

আপডেট সময় : ০৬:৪৪:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

মোঃনিয়াজ শফিক,জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন নিয়ে কথা বলতে গেলে সাংবাদিকদের সঙ্গে দূর্ব্যবহারের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে। এসময় তিনি বলেন, “জকসু নিয়ে আমার কোন দায়বদ্ধতা নেই। এ নিয়ে আমি কোনো কিছু জানিনা। জকসু নিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে আমি আগ্রহী নই।”

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রশাসনিক ভবনে রেজিস্ট্রারের সঙ্গে ছাত্র সংসদ নির্বাচন সম্পর্কে কথা বলতে যান একটি বেসরকারি টেলিভিশন ও একটি জাতীয় পত্রিকার রিপোর্টার। ভুক্তভোগী ওই দুই সাংবাদিক এসব অভিযোগ করেন।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক লগ্ন বলেন, ‘আমি একজন রিপোর্টার হিসেবে জকসু নিয়ে জানতে চেয়েছিলাম। কিন্তু স্যারের এমন আচরণে আমি ব্যথিত। এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক রাকিবুল ইসলাম বলেন, “রেজিস্ট্রার স্যার বলেন, তিনি জকসুর নীতিমালা কমিটির সদস্য সচিব নন। একজন সাধারণ সদস্য। ‘আমি কিছু জানি না।’ এসময় তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে আগ্রহী না বলে জানান।

এর আগে গত বুধবার কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির, ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্রসংসদ, আপ বাংলাদেশ সহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়। মানববন্ধনে নেতারা দুই কার্যদিবসের মধ্যে রোডম্যাপ ঘোষণার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে ‎জানা যায়, ২০০৫ সালের ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন’-এ ছাত্র সংসদ সংক্রান্ত কোন আইন না থাকায় এযাবৎ কালীন জকসু নির্বাচন সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর একবারও জকসু নির্বাচন হয়নি। তবে চলতি বছরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেট সভায় প্রথমবারের মতো জকসুর জন্য একটি খসড়া নীতিমালা উপস্থাপন করা হয়। এরপর সিন্ডিকেটের নির্দেশে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি নীতিমালা প্রণয়ন কমিটি গঠন করা হয়। কমিতি ইতিমধ্যে খসড়া নীতিমালা চূড়ান্ত করেছে বলে জানা গেছে।