শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী

পিআর পদ্ধতি জানে না জনগণ, চায় পুরোনো পদ্ধতিতে নির্বাচন: টুকু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৪:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৭৫২ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “বাংলাদেশের জনগণ স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয়। তারা ‘পিআর পদ্ধতি’ জানে না এবং এই জটিল প্রক্রিয়া চায় না। তারা চায় তাদের চেনা পুরোনো পদ্ধতিতেই নির্বাচন হোক, গণতন্ত্র ফিরিয়ে আনা হোক এবং শক্তিশালী, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ ইবি রোডস্থ পুরোনো কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির আয়োজনে ২৪ জুলাই-আগস্ট ছাত্র গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত এক বিশাল স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ যেমন একদলের ছিল না, তেমনি ২৪-এর ছাত্র গণআন্দোলনেও দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ অংশ নিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন মহাসংস্কারক, যিনি বাংলাদেশের ভবিষ্যৎ সংস্কারের ভিত্তি তৈরি করে গেছেন। বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে। তবে এই সংস্কার জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই হওয়া উচিত।

টুকু স্মরণসভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে স্মরণ করে বলেন, ২৪-এর ছাত্র গণআন্দোলনে সিরাজগঞ্জে তিনিই ছিলেন প্রধান সেনাপতি। অকুতোভয় নেতৃত্বে তিনি আন্দোলনের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।

স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরী এবং অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ আমিরুল ইসলাম খান আলীম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার, কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শামীম খান, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, মুন্সী জাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম।

সারাদিন থেমে থেমে বৃষ্টি হলেও জেলার ১৮টি সাংগঠনিক ইউনিট থেকে হাজারো নেতাকর্মী মিছিল ও শ্লোগানে স্মরণসভায় অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

পিআর পদ্ধতি জানে না জনগণ, চায় পুরোনো পদ্ধতিতে নির্বাচন: টুকু

আপডেট সময় : ০৮:১৪:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “বাংলাদেশের জনগণ স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয়। তারা ‘পিআর পদ্ধতি’ জানে না এবং এই জটিল প্রক্রিয়া চায় না। তারা চায় তাদের চেনা পুরোনো পদ্ধতিতেই নির্বাচন হোক, গণতন্ত্র ফিরিয়ে আনা হোক এবং শক্তিশালী, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ ইবি রোডস্থ পুরোনো কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির আয়োজনে ২৪ জুলাই-আগস্ট ছাত্র গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত এক বিশাল স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ যেমন একদলের ছিল না, তেমনি ২৪-এর ছাত্র গণআন্দোলনেও দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ অংশ নিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন মহাসংস্কারক, যিনি বাংলাদেশের ভবিষ্যৎ সংস্কারের ভিত্তি তৈরি করে গেছেন। বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে। তবে এই সংস্কার জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই হওয়া উচিত।

টুকু স্মরণসভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে স্মরণ করে বলেন, ২৪-এর ছাত্র গণআন্দোলনে সিরাজগঞ্জে তিনিই ছিলেন প্রধান সেনাপতি। অকুতোভয় নেতৃত্বে তিনি আন্দোলনের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।

স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরী এবং অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ আমিরুল ইসলাম খান আলীম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার, কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শামীম খান, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, মুন্সী জাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম।

সারাদিন থেমে থেমে বৃষ্টি হলেও জেলার ১৮টি সাংগঠনিক ইউনিট থেকে হাজারো নেতাকর্মী মিছিল ও শ্লোগানে স্মরণসভায় অংশগ্রহণ করেন।