শিরোনাম :
Logo আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি Logo সিরাজগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত Logo শহীদ রুমি স্মৃতি পাঠাগারের সাময়িকী  ” মুক্তবাক” এর মোড়ক উন্মোচন Logo খুলনার কয়রায় প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, মাথা এবং হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড Logo জসিম সভাপতি, ফখরুল সম্পাদক দীর্ঘ ছয় বছর পর চাঁদপুর জেলা সমিতি ইউকের নির্বাচন সম্পন্ন Logo নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান Logo ইবি অভয়ারণ্যের শরৎ সম্ভাষণ: “গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ও বায়োস্কোপের রঙিন আবেশ” Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা

বিএনডি ফোরামের উদ্যোগে ১৬তম বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত, চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

smart

চাঁদপুরের কচুয়ায় বাচাঁইয়া বিএনডি ফোরামের উদ্যোগে শুক্রবার বিকাল ৪টায় ফোরামের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ১৬তম বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের সচেতন করতে এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনডি ফোরামের সভাপতি দীপক চন্দ্র দাস। স্বাগত বক্তব্যে তিনি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ মামুনুর রশিদ মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন সোহাগ, ফোরামের উপদেষ্টা নারায়ণ বাইন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রানতোষ সরকার, এবং সাংবাদিক জিসান আহমেদ নান্নু।

বক্তারা বলেন, “একটি গাছ একটি প্রাণ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখতে হলে পরিবেশবান্ধব চিন্তা-চেতনায় এগিয়ে আসতে হবে।”

তারা আরো বলেন, গাছের উপকারিতা, পরিবেশ রক্ষায় ছাত্রসমাজের ভূমিকা ও বৃক্ষরোপণকে আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান পরিচালনা করেন বিএনডি ফোরামের সহ-সভাপতি সুখেন সরকার ও বিধান সরকার। অনুষ্ঠানে ইংরেজি ভাষায় বক্তব্য রাখেন বিএনডি ফোরামের শিক্ষার্থী ও শিক্ষকরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনডি ফোরামের ফোরামের সাংগঠনিক সম্পাদক নিমাই সরকার, সহকারী কোষাধ্যক্ষ রতন সরকার, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সোহাগ দাস, সহকারী শিক্ষক সবুজ সরকার, সাফিয়া সুলতানা,শারমিন আক্তার, মাধবী রানী সরকার, ও রুবেল হোসেন সহ আরো অনেকে।

অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ১৩ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সনদ ও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

সবশেষে মোট ১৫১ জন শিক্ষার্থীকে প্রায় ২০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। চারা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং তারা গাছের পরিচর্যা করে পরিবেশ রক্ষায় অবদান রাখার অঙ্গীকার করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি

বিএনডি ফোরামের উদ্যোগে ১৬তম বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত, চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৭:৩৪:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ১ আগস্ট ২০২৫

চাঁদপুরের কচুয়ায় বাচাঁইয়া বিএনডি ফোরামের উদ্যোগে শুক্রবার বিকাল ৪টায় ফোরামের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ১৬তম বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের সচেতন করতে এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনডি ফোরামের সভাপতি দীপক চন্দ্র দাস। স্বাগত বক্তব্যে তিনি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ মামুনুর রশিদ মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন সোহাগ, ফোরামের উপদেষ্টা নারায়ণ বাইন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রানতোষ সরকার, এবং সাংবাদিক জিসান আহমেদ নান্নু।

বক্তারা বলেন, “একটি গাছ একটি প্রাণ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখতে হলে পরিবেশবান্ধব চিন্তা-চেতনায় এগিয়ে আসতে হবে।”

তারা আরো বলেন, গাছের উপকারিতা, পরিবেশ রক্ষায় ছাত্রসমাজের ভূমিকা ও বৃক্ষরোপণকে আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান পরিচালনা করেন বিএনডি ফোরামের সহ-সভাপতি সুখেন সরকার ও বিধান সরকার। অনুষ্ঠানে ইংরেজি ভাষায় বক্তব্য রাখেন বিএনডি ফোরামের শিক্ষার্থী ও শিক্ষকরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনডি ফোরামের ফোরামের সাংগঠনিক সম্পাদক নিমাই সরকার, সহকারী কোষাধ্যক্ষ রতন সরকার, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সোহাগ দাস, সহকারী শিক্ষক সবুজ সরকার, সাফিয়া সুলতানা,শারমিন আক্তার, মাধবী রানী সরকার, ও রুবেল হোসেন সহ আরো অনেকে।

অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ১৩ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সনদ ও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

সবশেষে মোট ১৫১ জন শিক্ষার্থীকে প্রায় ২০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। চারা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং তারা গাছের পরিচর্যা করে পরিবেশ রক্ষায় অবদান রাখার অঙ্গীকার করে।