পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩১:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ৭১০ বার পড়া হয়েছে

বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই ২৩০ মেগাওয়াট পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের সব ক’টি চালু করা হয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বাসসকে জানান, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। হ্রদে পানি বৃদ্ধির কারণে এবার একযোগে চালু করা হয়েছে কেন্দ্রের ৫টি ইউনিট। বুধবার রাত ৮টা থেকে একযোগে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু করা সম্ভব হয়েছে বলে তিনি বাসসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ৫টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ১২ মেগাওয়াট। যা উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। ৫টি ইউনিটের মধ্যে ১নং ও ২নং ইউনিট হতে প্রতিটি থেকে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট এবং ৩, ৪ ও ৫নং ইউনিট হতে প্রতিটি ৪০ মেগাওয়াট করে ১ শত ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবারও এই প্রকল্পের ৫ টি ইউনিট পুরোদমে চালু ছিল। এখান থেকে গতকালও ২১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে প্রকল্প অফিস সুত্র জানান।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বেশ কয়েকদিন ধরে রাঙ্গামাটিতে ভারি বৃষ্টিপাত হওয়ার ফলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির ফলে কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।

তাঁরা আরো জানান, বুধবার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির লেভেল ছিল ৯৬.৪১ ফুট। রুলকার্ভ অনুযায়ী এসময় হ্রদের পানি থাকার কথা ৮৫.২৮ ফুট। কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে

আপডেট সময় : ০৬:৩১:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই ২৩০ মেগাওয়াট পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের সব ক’টি চালু করা হয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বাসসকে জানান, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। হ্রদে পানি বৃদ্ধির কারণে এবার একযোগে চালু করা হয়েছে কেন্দ্রের ৫টি ইউনিট। বুধবার রাত ৮টা থেকে একযোগে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু করা সম্ভব হয়েছে বলে তিনি বাসসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ৫টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ১২ মেগাওয়াট। যা উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। ৫টি ইউনিটের মধ্যে ১নং ও ২নং ইউনিট হতে প্রতিটি থেকে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট এবং ৩, ৪ ও ৫নং ইউনিট হতে প্রতিটি ৪০ মেগাওয়াট করে ১ শত ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবারও এই প্রকল্পের ৫ টি ইউনিট পুরোদমে চালু ছিল। এখান থেকে গতকালও ২১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে প্রকল্প অফিস সুত্র জানান।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বেশ কয়েকদিন ধরে রাঙ্গামাটিতে ভারি বৃষ্টিপাত হওয়ার ফলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির ফলে কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।

তাঁরা আরো জানান, বুধবার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির লেভেল ছিল ৯৬.৪১ ফুট। রুলকার্ভ অনুযায়ী এসময় হ্রদের পানি থাকার কথা ৮৫.২৮ ফুট। কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট।