শিরোনাম :
Logo ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব Logo ভোলার মুহাদ্দিস নোমানী হত্যার বিচারে ইবিতে মানববন্ধন Logo নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ভিতরে ছিনতাই, শঙ্কিত শিক্ষার্থীরা Logo আজকের ৪টি দ্বিতল বাসের যাত্রা নবদিগন্তের সূচনা : ইবি উপাচার্য Logo সিরাজগঞ্জে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর সদর হাসপাতালের সম্প্রসারিত পোস্ট অপারেটিভ ওয়ার্ডের উদ্বোধন Logo শেখহাসিনার ছাত্রলীগ যেই দুঃসাহস করতে পারেনি, সেই দুঃসাহস ২৪-পরবর্তী বাংলাদেশে এখন ছাত্রদল করা শুরু করেছে, পঞ্চগড়ে -সারজিস Logo আশিকাটি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায় কর্মসূচীর উদ্বোধন Logo মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সকলেই দেশের সম্পদ হবে : আসিফ মাহমুদ Logo অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের আক্রমণে নিহত ১

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে ইসি: কমিশনার মাছউদ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৭:২৭ অপরাহ্ণ, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
  • ৭৫১ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, ‘স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি।’

আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ইসি মাছউদ এ কথা বলেন।

জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে তাঁদের কমিশন প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘এত দিন ভোট নিয়ে মানুষের মধ্যে যে অনীহা ছিল, গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সে জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটি সঠিক, সুন্দর এবং মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।’

তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যাঁরা তথ্য সংগ্রহ করছেন, তাঁদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, তাতে মানুষ তাঁদের সেবা নিতে পারছেন না। তাই এ বিষয়ে সবার সহযোগিতা দরকার। এ সময় ইসি মাছউদ ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্যসহায়তা দেওয়ার জন্য আহ্বান জানান।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিচুর রহমান। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামানসহ বরিশালের বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে ইসি: কমিশনার মাছউদ

আপডেট সময় : ০৮:০৭:২৭ অপরাহ্ণ, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, ‘স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি।’

আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ইসি মাছউদ এ কথা বলেন।

জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে তাঁদের কমিশন প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘এত দিন ভোট নিয়ে মানুষের মধ্যে যে অনীহা ছিল, গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সে জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটি সঠিক, সুন্দর এবং মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।’

তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যাঁরা তথ্য সংগ্রহ করছেন, তাঁদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, তাতে মানুষ তাঁদের সেবা নিতে পারছেন না। তাই এ বিষয়ে সবার সহযোগিতা দরকার। এ সময় ইসি মাছউদ ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্যসহায়তা দেওয়ার জন্য আহ্বান জানান।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিচুর রহমান। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামানসহ বরিশালের বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।