বৃহস্পতিবার | ২২ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং Logo কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ খেলা ঘরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo আলেম-ওলামাদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময়, খালেদা জিয়ার জন্য দোয়া হ্যাঁ ভোটের পক্ষে থাকার আহ্বান Logo প্রতীক বরাদ্দের পর নেতা-কর্মীদের উচ্ছ্বাস সুফিবাদী সমাজ ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হোন — মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ Logo কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ খেলা ঘরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo সাতক্ষীরার ৪টি আসনে ২০ চূড়ান্ত প্রার্থীর প্রতীক বরাদ্দ Logo খুবিতে ফ্যাক্টচেকিং এন্ড ডিজিটাল ভেরিফিকেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo প্রতীক পেলেন চাঁদপুরের পাঁচ আসনের ৩৫ প্রার্থী, জমে উঠছে নির্বাচনী মাঠ Logo সংসদ নির্বাচন: ৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে ইসি: কমিশনার মাছউদ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৭:২৭ অপরাহ্ণ, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
  • ৭৬৮ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, ‘স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি।’

আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ইসি মাছউদ এ কথা বলেন।

জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে তাঁদের কমিশন প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘এত দিন ভোট নিয়ে মানুষের মধ্যে যে অনীহা ছিল, গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সে জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটি সঠিক, সুন্দর এবং মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।’

তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যাঁরা তথ্য সংগ্রহ করছেন, তাঁদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, তাতে মানুষ তাঁদের সেবা নিতে পারছেন না। তাই এ বিষয়ে সবার সহযোগিতা দরকার। এ সময় ইসি মাছউদ ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্যসহায়তা দেওয়ার জন্য আহ্বান জানান।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিচুর রহমান। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামানসহ বরিশালের বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে ইসি: কমিশনার মাছউদ

আপডেট সময় : ০৮:০৭:২৭ অপরাহ্ণ, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, ‘স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি।’

আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ইসি মাছউদ এ কথা বলেন।

জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে তাঁদের কমিশন প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘এত দিন ভোট নিয়ে মানুষের মধ্যে যে অনীহা ছিল, গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সে জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটি সঠিক, সুন্দর এবং মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।’

তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যাঁরা তথ্য সংগ্রহ করছেন, তাঁদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, তাতে মানুষ তাঁদের সেবা নিতে পারছেন না। তাই এ বিষয়ে সবার সহযোগিতা দরকার। এ সময় ইসি মাছউদ ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্যসহায়তা দেওয়ার জন্য আহ্বান জানান।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিচুর রহমান। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামানসহ বরিশালের বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।