কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি রিসোর্ট সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।
দ্বীপের বাসিন্দা নুর জানান, হঠাৎ করেই গলাচিপা বিচ ভ্যালি রিসোর্টে আগুন লাগে এবং মুহূর্তেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। এতে শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশের দেড় ঘণ্টার প্রচেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের সূত্রপাত নিয়ে কিংশুক রিসোর্টের মালিক জানিয়েছেন, পার্শ্ববর্তী একটি রিসোর্ট থেকে ময়লা পোড়ানোর সময় বালিয়াড়ি থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
দ্বীপের আরেক বাসিন্দা জমির বলেন, “সেন্টমার্টিনে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় স্থানীয় লোকজনসহ কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশকে একসঙ্গে কাজ করতে হয়েছে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
এই অগ্নিকাণ্ডে দ্বীপের পর্যটন ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।