চাঁদপুরের কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের পালাখাল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আল আরাফা পরিবহনের একটি বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাক চালকসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে দিকে হাজিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আল আরাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পালাখাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন।
যাত্রীদের অভিযোগ, দুর্ঘটনার সময় বাসের চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে তারা দাবি করেন। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হন।
এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, আল আরাফা পরিবহনের বাসগুলো এ সড়কে একাধিকবার দুর্ঘটনার শিকার হয়েছে এবং এতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। তাই দ্রুত এই রুটে আল আরাফা পরিবহনের চলাচল বন্ধ করার দাবি জানান তারা।
অন্যদিকে, কচুয়া থানা পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। প্রায় এক ঘণ্টা সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।























































