সুবংকর রায়(ইবি প্রতিনিধি)
আজ শনিবার (১৪ ডিসেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে সকাল ১০ টায় প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয় এবং প্রশাসন ভবনের সামনের চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইল চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী এবং মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আবাসীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলন সম্মানিত ডিনবৃন্দসহ সকল অনুষদ, হল, বিভাগ, সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, সমিতি, বিভিন্ন পরিষদ ও ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পতাকা উত্তোলনপর্ব শেষে শহিদ বুদ্ধিজীবী দিবস পালনের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ নজিবুল হক নেতৃত্বে সকাল ১০:৩০ মিনিটে প্রশাসন ভবনের সামনের চত্বর হতে এক শোক র্যালি বের হয়। শোক র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ স্মৃতিসৌধে সমবেত হয়।
শোক র্যালি শেষে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহিদ স্মৃতিসৌধে প্রথমে পুষ্পম্ভবক অর্পণ করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নদীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় সাথে ছিলেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম, এয়াকুব আলী, মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ জাহাঙ্গীর আলম।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভিন্ন বিভাগ, বিভিন্ন পরিষদ ও ফোরাম, বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে সুশৃঙ্খলভাবে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।