শনিবার | ৬ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভোমরায় বিশাল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার Logo জীবননগর প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মানিক, সম্পাদক রিপন Logo শিবির নেতার বিরুদ্ধে নোবিপ্রবি ছাত্রদলের অভিযোগ Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মিলাদ ও দোয়া Logo নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় ৯৮ শতাংশ শিক্ষার্থী Logo খুবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৯৭ পরিক্ষার্থী  Logo টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহত, ধ্বংসস্তূপে আটকা অনেকেই

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১১:৪৬ পূর্বাহ্ণ, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ৭৬৮ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আরও ৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন অসংখ্য মানুষ, যাদের উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। আল জাজিরা-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৭৯৯ জনে। আহত হয়েছেন এক লাখ ৩ হাজার ৬০১ জন।

ধ্বংসস্তুপ থেকে উদ্ধারকাজ চালাতে গিয়ে স্থানীয়রা অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। আন্তর্জাতিক সংস্থাগুলোর সাহায্য না পাওয়ায় উদ্ধার কার্যক্রমে দেরি হচ্ছে বলে অভিযোগ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন সীমান্ত পেরিয়ে আক্রমণের পর থেকে ইসরায়েল গাজার ওপর প্রবল বিমান এবং স্থল হামলা চালিয়ে আসছে। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ এবং গির্জাসহ অসংখ্য ভবন ধ্বংস হয়েছে। স্থানীয় প্রশাসনের মতে, ইসরায়েলের এই আক্রমণ গাজাকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসনের কারণে গাজার ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। বিশুদ্ধ পানি, খাদ্য এবং চিকিৎসার সংকটে থাকা প্রায় ২০ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন।

গাজা কর্তৃপক্ষের মতে, এখনও ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০ হাজার মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। খাদ্য সংকট ও মানবিক সহায়তার অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল তার হামলা অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছে।

বিশেষজ্ঞদের মতে, গাজার ৭০ শতাংশ অবকাঠামো ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এই ধ্বংসযজ্ঞ মানবিক সংকটকে আরও জটিল করে তুলছে এবং মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়ানোর ঝুঁকি বাড়াচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভোমরায় বিশাল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহত, ধ্বংসস্তূপে আটকা অনেকেই

আপডেট সময় : ০৯:১১:৪৬ পূর্বাহ্ণ, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আরও ৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন অসংখ্য মানুষ, যাদের উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। আল জাজিরা-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৭৯৯ জনে। আহত হয়েছেন এক লাখ ৩ হাজার ৬০১ জন।

ধ্বংসস্তুপ থেকে উদ্ধারকাজ চালাতে গিয়ে স্থানীয়রা অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। আন্তর্জাতিক সংস্থাগুলোর সাহায্য না পাওয়ায় উদ্ধার কার্যক্রমে দেরি হচ্ছে বলে অভিযোগ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন সীমান্ত পেরিয়ে আক্রমণের পর থেকে ইসরায়েল গাজার ওপর প্রবল বিমান এবং স্থল হামলা চালিয়ে আসছে। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ এবং গির্জাসহ অসংখ্য ভবন ধ্বংস হয়েছে। স্থানীয় প্রশাসনের মতে, ইসরায়েলের এই আক্রমণ গাজাকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসনের কারণে গাজার ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। বিশুদ্ধ পানি, খাদ্য এবং চিকিৎসার সংকটে থাকা প্রায় ২০ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন।

গাজা কর্তৃপক্ষের মতে, এখনও ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০ হাজার মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। খাদ্য সংকট ও মানবিক সহায়তার অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল তার হামলা অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছে।

বিশেষজ্ঞদের মতে, গাজার ৭০ শতাংশ অবকাঠামো ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এই ধ্বংসযজ্ঞ মানবিক সংকটকে আরও জটিল করে তুলছে এবং মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়ানোর ঝুঁকি বাড়াচ্ছে।