ইসরায়েলি হামলায় বিধ্বস্ত লেবাননের একটি ভবন থেকে ৩০টি লাশ উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৮:০৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • ৭২২ বার পড়া হয়েছে

লেবাননের বারজা শহরের একটি আবাসিক ভবনে গভীর রাতে ইসরায়েলি হামলার পর উদ্ধারকর্মীরা ভবনের ধ্বংসস্তূপ থেকে ৩০টি লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে বিমান হামলার পর ধ্বংসস্তূপের নিচে এখনও কেউ বেঁচে আছেন কিনা বা আর কারও লাশ আটকা পড়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বিবৃতি পাওয়া যায়নি এবং হামলার লক্ষ্যবস্তুও জানা যায়নি।

লেবাননের মধ্যাঞ্চলের বন্দর নগরী সিডনের ঠিক উত্তরে বারজা শহরে এখন পর্যন্ত নিয়মিত হামলা চালানো হয়নি। বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা মোস্তফা দানাজ বলেন, কিছু প্রতিবেশী জানিয়েছেন যে এখনও লোকজন নিখোঁজ রয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। অক্টোবর মাসের শুরুর দিকে ইসরায়েল তাদের উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে লেবাননে স্থল অভিযান শুরু করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত লেবাননের একটি ভবন থেকে ৩০টি লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:৩৮:০৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

লেবাননের বারজা শহরের একটি আবাসিক ভবনে গভীর রাতে ইসরায়েলি হামলার পর উদ্ধারকর্মীরা ভবনের ধ্বংসস্তূপ থেকে ৩০টি লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে বিমান হামলার পর ধ্বংসস্তূপের নিচে এখনও কেউ বেঁচে আছেন কিনা বা আর কারও লাশ আটকা পড়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বিবৃতি পাওয়া যায়নি এবং হামলার লক্ষ্যবস্তুও জানা যায়নি।

লেবাননের মধ্যাঞ্চলের বন্দর নগরী সিডনের ঠিক উত্তরে বারজা শহরে এখন পর্যন্ত নিয়মিত হামলা চালানো হয়নি। বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা মোস্তফা দানাজ বলেন, কিছু প্রতিবেশী জানিয়েছেন যে এখনও লোকজন নিখোঁজ রয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। অক্টোবর মাসের শুরুর দিকে ইসরায়েল তাদের উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে লেবাননে স্থল অভিযান শুরু করে।