বুধবার | ২১ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কালিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতার Logo ভেঙ্গে পরেছে পলাশবাড়ী উপজেলার প্রশাসনিক ব্যবস্থা! কর্মস্থলে নেই কর্মকর্তারা!জন সেবায় চরম ভোগান্তি Logo চাঁদপুরে মহাসড়ক দখল করে বেপরোয়া অবৈধ বালু ব্যবসা: বিপর্যস্ত জনজীবন Logo হিন্দু-মুসলিম-খ্রিষ্টান এক কাতারে—৫ নং ওয়ার্ডে ৮ দফা ও ফ্যামিলি কার্ড আলোচনা Logo চাঁদপুরে ভোক্তা অধিকার ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২০ হাজার টাকা জরিমানা Logo খুবিতে নাগরিক সচেতনতা ও তথ্য যাচাই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে পিতার দায়েরকৃত মামলায় কুলাঙ্গার সন্তান গ্রেফতার Logo গণভোট ২০২৬ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরে অবহিতকরণ সভা Logo শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা  Logo মোটরসাইকেল দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

পলাশবাড়ীতে পিতার দায়েরকৃত মামলায় কুলাঙ্গার সন্তান গ্রেফতার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৫৯:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
  • ৭০৮ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে সম্পত্তি লিখে নেওয়ার পর বৃদ্ধ পিতা-মাতাকে অমানুষিক নির্যাতন ও বসতবাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় অভিযুক্ত পুত্রকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রাম থেকে অভিযুক্ত পুত্র হাসানুর রহমান হাসু (৫০) কে গ্রেফতার করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ মাহাবুব ইসলাম (৭২) ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে তাদের একমাত্র পুত্র ও পুত্রবধূর সঙ্গে একই বাড়িতে বসবাস করছিলেন। পারিবারিক বিশ্বাস ও সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে তারা বসতবাড়ি ও অন্যান্য সম্পত্তি পুত্রের নামে লিখে দেন। কিন্তু পরবর্তীতে পুত্র হাসানুর রহমান ও তার স্ত্রী উম্মে মাহাবুবা সোমা (৪৫) যৌথভাবে বৃদ্ধ পিতা-মাতার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন বলে অভিযোগ উঠে।
একপর্যায়ে বৃদ্ধ দম্পতিকে খাবার না দেওয়া, গালিগালাজ, মারধরসহ নানাভাবে নির্যাতন করা হয় এবং একাধিকবার বসতবাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা চালানো হয়। নিরুপায় হয়ে নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় বৃদ্ধ পিতা মোঃ মাহাবুব ইসলাম গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখে পলাশবাড়ী থানায় মামলা নং–৪ দায়ের করেন।
স্থানীয়দের মতে, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সন্তান কর্তৃক বাবা-মায়ের প্রতি এমন অমানবিক আচরণ সামাজিক অবক্ষয়ের দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন অনেকে।
পলাশবাড়ী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে এবং অপর অভিযুক্ত পুত্রবধূকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতার

পলাশবাড়ীতে পিতার দায়েরকৃত মামলায় কুলাঙ্গার সন্তান গ্রেফতার

আপডেট সময় : ১১:৫৯:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
গাইবান্ধার পলাশবাড়ীতে সম্পত্তি লিখে নেওয়ার পর বৃদ্ধ পিতা-মাতাকে অমানুষিক নির্যাতন ও বসতবাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় অভিযুক্ত পুত্রকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রাম থেকে অভিযুক্ত পুত্র হাসানুর রহমান হাসু (৫০) কে গ্রেফতার করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ মাহাবুব ইসলাম (৭২) ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে তাদের একমাত্র পুত্র ও পুত্রবধূর সঙ্গে একই বাড়িতে বসবাস করছিলেন। পারিবারিক বিশ্বাস ও সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে তারা বসতবাড়ি ও অন্যান্য সম্পত্তি পুত্রের নামে লিখে দেন। কিন্তু পরবর্তীতে পুত্র হাসানুর রহমান ও তার স্ত্রী উম্মে মাহাবুবা সোমা (৪৫) যৌথভাবে বৃদ্ধ পিতা-মাতার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন বলে অভিযোগ উঠে।
একপর্যায়ে বৃদ্ধ দম্পতিকে খাবার না দেওয়া, গালিগালাজ, মারধরসহ নানাভাবে নির্যাতন করা হয় এবং একাধিকবার বসতবাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা চালানো হয়। নিরুপায় হয়ে নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় বৃদ্ধ পিতা মোঃ মাহাবুব ইসলাম গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখে পলাশবাড়ী থানায় মামলা নং–৪ দায়ের করেন।
স্থানীয়দের মতে, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সন্তান কর্তৃক বাবা-মায়ের প্রতি এমন অমানবিক আচরণ সামাজিক অবক্ষয়ের দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন অনেকে।
পলাশবাড়ী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে এবং অপর অভিযুক্ত পুত্রবধূকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।