আসন্ন গণভোট ২০২৬ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) জেলা কার্যালয়ের সভাকক্ষে এ সভা আয়োজন করা হয়।
সভায় গণভোট ২০২৬-এর তাৎপর্য, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং একজন সচেতন নাগরিক হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসন, চাঁদপুর কর্তৃক সরবরাহকৃত গণভোট বিষয়ক লিফলেট কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়।
সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন,“গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মতামত প্রদান করে। এই প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার ও নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কেবল ব্যক্তিগত মতামতই প্রকাশ পায় না, বরং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শক্তিশালী রাষ্ট্র গঠনের ভিত্তি সুদৃঢ় হয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উচিত গণভোট সম্পর্কে নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি সাধারণ জনগণকেও উদ্বুদ্ধ করা, যাতে গণভোট ২০২৬ সফল ও অংশগ্রহণমূলক হয়।
এছাড়াও তিনি সকল কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের মাঝে তুলে ধরার আহ্বান জানান এবং আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য গণভোট আয়োজনের ক্ষেত্রে সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত অবহিতকরণ সভাটি জেলা প্রশাসন, চাঁদপুরের সার্বিক তত্ত্বাবধানে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের আয়োজনে অনুষ্ঠিত হয়।
ছবির ক্যাপশন:
গণভোট ২০২৬ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান।





















































