কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলা আহত ১০

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:১৩:১১ অপরাহ্ণ, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ৭২৩ বার পড়া হয়েছে

ভারতের জম্মু–কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দুপুরে শ্রীনগরের লালচক বাজার এলাকায় এই হামলা ঘটে। এর আগে গত শনিবার শ্রীনগরের খানিয়ার এলাকায় সন্ত্রাসদমন অভিযান চালিয়েছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী। ওই অভিযানে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আহত হন, সেই সঙ্গে নিহত হন এক সন্ত্রাসী।

ওই অভিযানের একদিন পরেই শ্রীনগরে গ্রেনেড হামলা ঘটলো। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শ্রীনগরের প্রাণকেন্দ্র হলো লালচক। রোববার বন্ধের দিন হওয়ায় সেখানে ভিড় বেশি ছিল। এদিন দুপুরের দিকে আচমকা সেখানকার পর্যটক সহায়তা কেন্দ্রের কাছে গ্রেনেড বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন সবাই।

বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন। এরই মধ্যে আহতদের উদ্ধার করে শ্রীনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ওই এলাকায় পৌঁছান। লালচকের ওই এলাকাটি বর্তমানে তারা ঘিরে রেখেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলা আহত ১০

আপডেট সময় : ১২:১৩:১১ অপরাহ্ণ, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

ভারতের জম্মু–কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দুপুরে শ্রীনগরের লালচক বাজার এলাকায় এই হামলা ঘটে। এর আগে গত শনিবার শ্রীনগরের খানিয়ার এলাকায় সন্ত্রাসদমন অভিযান চালিয়েছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী। ওই অভিযানে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আহত হন, সেই সঙ্গে নিহত হন এক সন্ত্রাসী।

ওই অভিযানের একদিন পরেই শ্রীনগরে গ্রেনেড হামলা ঘটলো। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শ্রীনগরের প্রাণকেন্দ্র হলো লালচক। রোববার বন্ধের দিন হওয়ায় সেখানে ভিড় বেশি ছিল। এদিন দুপুরের দিকে আচমকা সেখানকার পর্যটক সহায়তা কেন্দ্রের কাছে গ্রেনেড বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন সবাই।

বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন। এরই মধ্যে আহতদের উদ্ধার করে শ্রীনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ওই এলাকায় পৌঁছান। লালচকের ওই এলাকাটি বর্তমানে তারা ঘিরে রেখেছেন।