শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট Logo কুবিতে এক সাংবাদিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo পঞ্চগড়ে ভিডাব্লিউবি কার্ড বিতরণ নিয়ে লিখিত অভিযোগ মিথ্যা, ষড়যন্ত্রমূলক বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন Logo সিরাজগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত, চারজন আহত Logo ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কচুয়ায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, বাধা দিলে প্রাণনাশের হুমকি  Logo চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo ইবিতে “ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স ২০২৫” অনুষ্ঠিত  Logo বেলকুচি আনন্দমেলায় টিকিট বাণিজ্য সময় বাড়ানোর আবেদন Logo বিনামূল্যে বাইসাইকেল পেয়ে উচ্ছ্বসিত চাঁদপুর সদরের ৫২ টি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীরা  Logo বীরগঞ্জে ৪টি ইউনিয়ন বাল্যবিবাহ ও ১টি ইউনিয়ন শিশু শ্রম মুক্ত ঘোষণা

গ্রিন ইউনিভার্সিটির নতুন উপ-উপাচার্য ফৈয়াজ খান !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩১:৫৫ অপরাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান গ্রিন ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কর্মস্থলে কাজ শুরু করেন তিনি। গ্রিন ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মতিউর তানিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার অধ্যাপক ফৈয়াজ খান গ্রিন ইউনিভার্সিটিতে যোগদানের জন্য গ্রিন ইউনিভার্সিতে আসলে রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পরে সদ্য যোগদানকারী উপ-উপাচার্যকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, ট্রেজারার ও ছাত্র বিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ্, অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী এবং অধ্যাপক ড. মো. ফাইজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় রেজিস্ট্রার মইনুল ইসলাম ইউনিভার্সিটির বিভিন্ন বিষয়ে অবহিত করেন।

অধ্যাপক ফৈয়াজ খান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন শেষে ১৯৭৪ সালে একই বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান ১৯৭৭ সালের জুলাইয়ে। পরে তিনি কুয়েত সরকারের বিদ্যুৎ ও পানি বিভাগের অধীনে টেস্টিং অ্যান্ড কমিশনিং ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। নিয়োজিত ছিলেন সৌদি আরব সরকারের কৃষি ও পানি মন্ত্রণালয়াধীন বিদ্যুৎ বিভাগের প্রধান কর্তা হিসেবেও।

সেখানে দীর্ঘদিন সেবাদানের পর ১৯৯০ থেকে ১৯৯৬ পর্যন্ত বাহরাইন বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকতা করেন। পরে দেশে ফিরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইউটি), আহছান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এবং সর্বশেষ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অধ্যাপনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট

গ্রিন ইউনিভার্সিটির নতুন উপ-উপাচার্য ফৈয়াজ খান !

আপডেট সময় : ০২:৩১:৫৫ অপরাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান গ্রিন ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কর্মস্থলে কাজ শুরু করেন তিনি। গ্রিন ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মতিউর তানিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার অধ্যাপক ফৈয়াজ খান গ্রিন ইউনিভার্সিটিতে যোগদানের জন্য গ্রিন ইউনিভার্সিতে আসলে রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পরে সদ্য যোগদানকারী উপ-উপাচার্যকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, ট্রেজারার ও ছাত্র বিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ্, অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী এবং অধ্যাপক ড. মো. ফাইজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় রেজিস্ট্রার মইনুল ইসলাম ইউনিভার্সিটির বিভিন্ন বিষয়ে অবহিত করেন।

অধ্যাপক ফৈয়াজ খান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন শেষে ১৯৭৪ সালে একই বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান ১৯৭৭ সালের জুলাইয়ে। পরে তিনি কুয়েত সরকারের বিদ্যুৎ ও পানি বিভাগের অধীনে টেস্টিং অ্যান্ড কমিশনিং ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। নিয়োজিত ছিলেন সৌদি আরব সরকারের কৃষি ও পানি মন্ত্রণালয়াধীন বিদ্যুৎ বিভাগের প্রধান কর্তা হিসেবেও।

সেখানে দীর্ঘদিন সেবাদানের পর ১৯৯০ থেকে ১৯৯৬ পর্যন্ত বাহরাইন বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকতা করেন। পরে দেশে ফিরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইউটি), আহছান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এবং সর্বশেষ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অধ্যাপনা করেন।