শুক্রবার | ৩০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo হেলমেট না থাকায় সেনা সদস্যদের মারধরে যুবক নিহতের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ ও তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু Logo চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ডে শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও উঠান বৈঠক Logo চাঁদপুরে স্বর্ণ শিশুদের নিয়ে দৈনিক বাংলাদেশের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo নির্বাচনি প্রচারণায় বাধার অভিযোগ: গাইবান্ধা-৩ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর সংবাদ সম্মেলন Logo খুলনা-৬ আসনে জীবনমান উন্নয়নের অঙ্গীকার বিএনপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর Logo অ্যাসেটের অর্থায়নে কর্মমুখী সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে-যুগ্ম সচিব মুহাম্মদ মূনীরুজ্জামান ভূঁইয়া Logo চাঁদপুর পৌরসভার ৬, ৭ ও ৮নং ওয়ার্ডে মোমবাতি মার্কার গণসংযোগ Logo ভোট চাইতে গিয়ে মিলছে হাসি, ভোটারদের কণ্ঠে একটাই কথা—ধানের শীষ’ Logo ধানের শীর্ষের পক্ষে প্রচার প্রচারণায় পলাশবাড়ীতে কারা নির্যাতিত নেতাকর্মীদের পরিবার 

ক্লাস থেকে বেরিয়ে যেতে বলায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করলো ছাত্র

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৪:৫০ অপরাহ্ণ, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ৭৭০ বার পড়া হয়েছে

খারাপ পারফরম্যান্সের জন্য তিরষ্কার করায় আসামের একটি স্কুলে শিক্ষককে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক শিক্ষার্থী। ক্লাসেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রাজেশ বড়ুয়া বেজাওয়াদা (৫৫) নামের সেই শিক্ষক।

শনিবার (৬ জুলাই) আসামের শিবসাগর জেলার একটি স্কুলে ঘটেছে এমন ঘটনা। রোববার (৭ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার আসামের শিবসাগর জেলার একটি বেসরকারি কলেজে এ ঘটনা ঘটে।

পরে ওই শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, শিক্ষক রাজেস বড়ুয়া ওই শিক্ষার্থীকে তার খারাপ পারফরম্যান্সের জন্য বকাঝকা করেন। এ সময় তাকে অভিভাবক নিয়ে পরের দিন কলেজে আসতে বলে তাকে ক্লাস থেকে বের করে দেন। পরের দিন ওই শিক্ষার্থী ক্যাজুয়াল পোশাক পরে ক্লাসে আসেন। শিক্ষক তাকে ক্লাস থেকে চলে যেতে বলেন। কিন্তু হঠাৎ করে ওই শিক্ষার্থী শিক্ষকের ওপর ঝাপিয়ে পড়েন এবং ছুরি দিয়ে তাকে বারবার আঘাত করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, ক্যাজুয়াল পোশাক পরে ক্লাসে আসায় শিক্ষক তাকে স্বাভাবিকভাবেই বলেছিলেন ক্লাস থেকে বেরিয়ে যেতে। কিন্তু ওই শিক্ষার্থী কথা শুনছিলেন না। এতে শিক্ষক রাজেশ তার ওপর চিৎকার করেন। এ সময় শিক্ষার্থী একটি ছুরি বের করে এবং শিক্ষকের মাথায় ও শরীরে আঘাত করে। এক পর্যায়ে আহত শিক্ষক মাটিতে লুটিয়ে পড়েন। তবে সে যে সঙ্গে ছুরি নিয়ে ক্লাসে এসেছিল, তা তারা কেউই জানত না।

হাসপাতালে নেওয়ার পথেই শিক্ষক রাজেশ বড়ুয়ার মৃত্যু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হেলমেট না থাকায় সেনা সদস্যদের মারধরে যুবক নিহতের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ক্লাস থেকে বেরিয়ে যেতে বলায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করলো ছাত্র

আপডেট সময় : ০৮:২৪:৫০ অপরাহ্ণ, রবিবার, ৭ জুলাই ২০২৪

খারাপ পারফরম্যান্সের জন্য তিরষ্কার করায় আসামের একটি স্কুলে শিক্ষককে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক শিক্ষার্থী। ক্লাসেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রাজেশ বড়ুয়া বেজাওয়াদা (৫৫) নামের সেই শিক্ষক।

শনিবার (৬ জুলাই) আসামের শিবসাগর জেলার একটি স্কুলে ঘটেছে এমন ঘটনা। রোববার (৭ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার আসামের শিবসাগর জেলার একটি বেসরকারি কলেজে এ ঘটনা ঘটে।

পরে ওই শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, শিক্ষক রাজেস বড়ুয়া ওই শিক্ষার্থীকে তার খারাপ পারফরম্যান্সের জন্য বকাঝকা করেন। এ সময় তাকে অভিভাবক নিয়ে পরের দিন কলেজে আসতে বলে তাকে ক্লাস থেকে বের করে দেন। পরের দিন ওই শিক্ষার্থী ক্যাজুয়াল পোশাক পরে ক্লাসে আসেন। শিক্ষক তাকে ক্লাস থেকে চলে যেতে বলেন। কিন্তু হঠাৎ করে ওই শিক্ষার্থী শিক্ষকের ওপর ঝাপিয়ে পড়েন এবং ছুরি দিয়ে তাকে বারবার আঘাত করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, ক্যাজুয়াল পোশাক পরে ক্লাসে আসায় শিক্ষক তাকে স্বাভাবিকভাবেই বলেছিলেন ক্লাস থেকে বেরিয়ে যেতে। কিন্তু ওই শিক্ষার্থী কথা শুনছিলেন না। এতে শিক্ষক রাজেশ তার ওপর চিৎকার করেন। এ সময় শিক্ষার্থী একটি ছুরি বের করে এবং শিক্ষকের মাথায় ও শরীরে আঘাত করে। এক পর্যায়ে আহত শিক্ষক মাটিতে লুটিয়ে পড়েন। তবে সে যে সঙ্গে ছুরি নিয়ে ক্লাসে এসেছিল, তা তারা কেউই জানত না।

হাসপাতালে নেওয়ার পথেই শিক্ষক রাজেশ বড়ুয়ার মৃত্যু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।