ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পরানপুর গ্রাম থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ওই ইউনিয়নের পরানপুর গ্রাম থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় সদর উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার পরানপুর গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের গফুর শেখের ছেলে লোকমান শেখ ও মুক্তার শেখের ছেলে আরব আলীর বাড়ী থেকে ৫টি ঢাল, ৩টি বল¬ম, একটি রামদা, একটি তলোয়ার, ৮ টি টেটা ও লোহার রড় উদ্ধার করা হয়েছে। এসময় পালিয়ে যায় লোকমান হোসেন ও আরব আলী।