টিটু,আনোয়ারা,চট্টগ্রাম প্রতিনিধি :হালিশহরে অভিযান চালিয়ে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠানমাঝির ঘাটের হাজী ইসলাম আহম্মেদ এর পুত্র আনোয়ারা থানা পুলিশের মাদক মামলায় এজহারভুক্ত পলাতক আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী মো.সেলিম (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুত্র জানায়,চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে ১২ই অক্টোবর বৃহস্পতিবার ভোরে আনোয়ারা থানার এজহারভূক্ত আসামী মো.সেলিম (৩৫) কে আনোয়ারা থানার (ওসি) তদন্তের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন।
এদিকে গত ( ২০ জুন) তাহার বড় ভাই আবদুর রহিমকে দুইলক্ষ ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়েছিল।
এ ব্যাপারে আনোয়ারা থানার সহকারী উপ-পরির্শক (এএসআই) রেজাউল করিম বলেন,ওসি তদন্ত মাহবুব মিল্কি,এস আই কামাল ও আমি নগরীর হালিশহর এলাকায় অভিযান চালিয়ে মো.সেলিম (৩৫) কে গ্রেপ্তার করা হয়।


















































