নৌকা না পেয়ে সাতাঁর কেটে নাফনদী অতিক্রমকালে ১১ জন রোহিঙ্গা উদ্ধার

0
11

হাবিবুল ইসলাম হাবিব, টেকনাফ: পাশ্বর্তীদেশ মিয়ানমার থেকে বাংলাদেশে পার হওয়ার জন্য সীমান্তে নৌকা না পেয়ে সাতাঁর কেটে নাফনদী অতিক্রমের সময় ১১ জন রোহিঙ্গা পুরুষ ও শিশুদের উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। পরে তাদের চিকিৎসা ও মানবিক সহায়তা দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হয়েছে।
সুত্রে জানা যায়, গতকাল ১১ অক্টোবর দুপুরে টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফনদীর পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় জারিকেনসহ আহতাবস্থায় কোস্টগার্ড সদস্যরা ৮জন পুরুষ ও ৩ জন কিশোরকে নদী হতে উদ্ধার করে। তাদের চিকিৎসা ও রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণের জন্য বিজিবির নিকট হস্তান্তর করা হয়।
জানা গেছে, তারা গত ২/৩দিন ধরে মিয়ানমারের বিভিন্ন এলাকা হতে জড়ো হয়ে স্বপরিবারে বাংলাদেশে আসার জন্য ওপারের সীমান্তে অবস্থান নেয়। চরম খাদ্য সংকট ও নৌযান না পেয়ে তারা সাঁতার কেটে বাংলাদেশে এসে নৌকা নিয়ে গিয়ে পরিজনদের আনার জন্য এসে বিজিবি-কোস্টগার্ডের হাতে আটক হয়। ওপার সীমান্তে রেখে আসা স্বজনদের কি অবস্থা হবে কেউ বলতে পারছেনা।
শাহপরীরদ্বীপ কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার লেঃ জাফর ইমাম সজীব জানান, তেলের খালি ড্রাম নিয়ে সাঁতার কেটে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫জনকে নদীর কিনারা এবং অপর ৬ জনকে ক্লান্ত অবস্থায় নদীর মাঝপথ হতে উদ্ধার করা হয়।
এই ব্যাপারে টেকনাফ ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম জানান, মিয়ানমার সীমান্ত ঘেষা নাফনদী অতিক্রমের সময় উদ্ধার করা ১১জন রোহিঙ্গাকে চিকিৎসা ও মানবিক সহায়তা দিয়ে শরণার্থী ক্যাম্পে প্রেরণ করা হয়েছে।