নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল পৌরসভা এলাকার ভাটিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা করেছেন ছাত্রীর বাবা তারা মিয়া। মামলায় অভিযোগ করা হয়েছে, ওই ছাত্রীর প্রতিবেশী যুবক বাদল মিয়া (২৪) গাজীপুরে একটি পোশাক কারখানার কর্মী হিসাবে কাজ করে। কোরবানীর ঈদের কয়েক দিন পর বাদল মিয়া ওই ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষন করে। তখন ঘটনাটি প্রকাশ করে দেওয়ার কথা জানালে বাদল ওই ছাত্রীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে কর্মস্থলে চলে যায়। সম্প্রতি ঘটনাটি জেনে ওই ছাত্রীর বাবা গত শুক্রবার মেয়েকে নিয়ে নান্দাইল মডেল থানায় শনিবার বাদল মিয়াকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে। এ মামলার ব্যাপারে নান্দাইল থানার ওসি ইউনুস আলী জানান, ধর্ষনের শিকার ছাত্রীর ডাক্তারী পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্ত ধর্ষক বাদলকে গ্রেফতারের তৎপরতা চলছে।