লামা (বান্দরবান) প্রাতানধি: বান্দরবানের লামায় ৩ যুবক ইয়াবাসহ আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা। সোমবার ভোরে লামা ফাঁিসয়াখালী সড়কের ইয়াংছা চেক পোষ্ট এলাকা থেকে তাদের কে আটক করা হয়। আটকৃতরা হলেন, মো:নবী (৩০)নুর মোহাম্ম্দ(২৩) আব্দুল বারেক (৪৬)।
সুত্র জানায়,মো.নবী,নুর মোহাম্ম্দ,আব্দুর বারেক তিন জন আলীকদম থেকে চকরিয়া যাওয়ার পথে ইয়াংছা নামকস্থানে চেক পোষ্ট গাড়ী তলাশী করার সময় নগদ ১লাখ ৪৮০ টাকাসহ ৬ পিস ইয়াবা পাওয়া যায়।পরে তাদেরকে জিজ্ঞাসা করে জানতে পারেন ১লাখ ৪৮০ ইয়াবা বিক্রয় টাকা বলে জানতে পারেন।
এব্যাপারে লামা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন,৩ যুবককের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।


















































