মো. ফরিদ উদ্দিন, লামা প্রতিনিধিঃ বান্দরবানে লামায় পারিবারিক কলহের জের ধরে পারুল বেগম (২৫) নামে গৃহবধূকে ফাঁিসতে ঝুলিয়ে হত্যার চেষ্টার করে শাশুড়ি ও ননদ। শনিবার বেলা ১০টায় লামা সদর ইউনিয়নে ৬নং ওয়াডে চিউনি পাড়ায় এই ঘটনা ঘটে।
সূত্র জানা যায়, লামা সদর চিউনী পাড়া বাসিন্দা মো. ওমর ফারুক সাথে পারুলে কয়েক বছর আগে বিবাহ হয়। সে পার্শ্ববর্তী গ্রামে আব্দুল সাত্তার মেয়ে। বিবাহ কয়েক বছর পর থেকে পারিবারিক কলহে জেড় ধরে দুই শাশুড়ি ও ননদ কর্তৃক প্রায় সময় নির্যাতিত হয়ে আসছে এ গৃহবধূ। ঘটনার দিন তার দুই শাশুড়ি সায়েরা বেগম, মাবিয়া খাতুন, ননদ নুরনাহার ও ননদ স্বামী মুক্তার হোসেন তাকে প্রচন্ড মারধর করে। এতে গৃহবধূ অজ্ঞান হয়ে পড়লে মৃত ভেবে ফাঁসিতে ঝুলিয়ে দেয় বলে জানা গেছে।
মো. ওমর ফারুক জানান, আমি প্রতিদিন ন্যায় সকালে ক্ষেতে কাজ করতে বের হয়; হঠাৎ প্রকৃতি ডাকে সাড়া দিতে বাড়িতে আসলে দেখি ঘরের দরজা বন্ধ রয়েছে। ডাক দিয়ে কোন আওয়াজ না পেয়ে দরজা ঠেলে ঘরে প্রবেশ করে দেখি; ফাঁসির দড়িতে ঝুলছে। পরে আমার আত্ম-চিৎকারে স্থানীয়রা ঘটনা স্থলে এগিয়ে আসে উদ্ধার করে স্থানীয় সহায়তায় দ্রুত লামা হাসপাতালের চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
গৃহবধূ ভাই ওলি উল্লাহ জানায়, আমার বোনকে যারা হত্যা প্রচেষ্টা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনে আশ্রয় গ্রহণ করা হবে।
লামা থানা অফিসার ইনচার্জ জানান, গৃহবধূ নির্যাতিত বিষয়টি শুনেছে। এ ব্যাপাওে কেউ কোন অভিযোগ দায়ের করেনি।
বুধবার
১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ