বিশেষ প্রতিনিধি ঝিনাইদহঃ ঝিনাইদহ শহরের চাকলাপাড়া থেকে অসামাজিক কাজ পরিচালনার দায়ে বাড়ির মালিক রোকেয়া বেগম(৫০)কে কারাদন্ড দিয়েছে ভ্রম্যমাণ আদালত।
গতকাল বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাকে এ কারাদন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত রোকেয়া একই এলাকার মৃত মকছেদ আলীর স্ত্রী।
ভ্রম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে রোকেয়া বেগম তার বাড়িতে কয়েক জন যুবতী মেয়ে রেখে অর্থের বিনিময়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলো।
গোপন সূত্রে সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন অভিযান চালায়ে এ কাজের সাথে সম্পৃক্ত পাওয়ায় রোকেয়া বেগমকে আটক করে।
পরে ভ্রম্যমাণ আদলত বসিয়ে দন্ডবিধির ১৮৮ধারা মোতাবেক ১মাসের কারাদন্ড প্রদান করেন।
উল্লেখ্যঃ চলতি মাসের ১৮তারিখে অভিযান চালিয়ে রোকেয়া বেগমের বাড়ি থেকে ৪ খরিদ্দার সহ দুই যুবতীকে আটক করে ভ্রম্যমাণ আদালত মুচলেকা লেখে তাদেরকে ছেড়ে দেয়।
এসময় রোকেয়া পালিয়ে গিয়েছিলো। পুনরায় আবার সে একই কাজে লিপ্ত হয়।