শিরোনাম :
Logo বীরগঞ্জে জলবায়ু পরিবর্তন সচেতনতা বৃদ্ধিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo রাকসু নির্বাচনের আচরণবিধি প্রকাশিত Logo বিশুদ্ধ পানির চাহিদা পুরনের লক্ষে ১৩০টি টিউবওয়েল বিতরণ করেন মোঃ মতিউর রহমান Logo জকসু নিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে আগ্রহী নন- জবি রেজিস্ট্রার Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফাইন আর্টস ক্লাবের নেতৃত্বে সুমন ও ফুয়াদ Logo আরও ৩ লাখ টাকা জব্দ রিয়াদের বাড্ডার বাসা থেকে Logo ডেঙ্গু আক্রান্ত ৩৮৬ রোগী হাসপাতালে ভর্তি, প্রাণহানি ২ জনের Logo শান্তিপ্রতিষ্ঠায় কলা ও মানবিক অনুষদের আন্তর্জাতিক সম্মেলন আয়োজন Logo পলাশবাড়ীতে দশ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই Logo চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করলো বিএসএফ

মুজিবনগরে দু’পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্যসহ ৯ জন আহত

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:৫০:১১ অপরাহ্ণ, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৪৪ বার পড়া হয়েছে

মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর ॥ মেহেরপুর মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে পুলিশের একজন এএসআইসহ নয় জন আহত হয়েছে। ঈদগাহের জমির বিরোধ নিষ্পতি সংক্রান্ত শালিস নিয়ে দু’পক্ষের মধ্যে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
আহতরা হচ্ছেন- কোমরপুর পুলিশ ক্যাম্পের এএসআই মাসুদ রানা, বাবুপুর গ্রামের মগরেব আলী পক্ষের মৃত আরব আলীর ছেলে কিতাব আলী (৪০), বাবু শেখের ছেলে মানিক হোসেন (২৪), আব্দুর রাজ্জাকের ছেলে সাইদুল ইসলাম (২৫)। কালু মিয়া পক্ষের জোনা শেখের ছেলে নজু শেখ (৪০), মৃত আকালী মিয়ার ছেলে আব্দুর রশিদ (৪০), খোদা বকসের ছেলে জিয়াউর রহমান (৩৪), আব্দুর কুদ্দুসের ছেলে আব্দুর রাকিব (৩২) ও শহিদুল ইসলামের ছেলে টুটুল মিয়া (২৭)।
এএসআই মাসুদ রানাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ ঠেকাতে গিয়ে তাঁর মাথায় ইটের আঘাত লাগে। দু’পক্ষের আহত আট জনকে মুজিবনগর ও মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুপুর গ্রামের ঈদগাহে চলাচলের রাস্তা নিয়ে গ্রামের বসতিপাড়া ও রিফিউজিপাড়ার বাসিন্দাদের মাঝে বিরোধ চলছিলো। মিমাংসার জন্য মহাজনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য বাবুপুর গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের বাড়ির পাশে মঙ্গলবার রাতে শালিস বসে। বসতিপাড়ার কালু শেখের লোকজন শালিসে উপস্থিত হয়। কিন্তু প্রতিপক্ষ রিফিউজিপাড়ার মগরেব আলীর লোকজন উপস্থিত হননি। এতে শালিসে উত্তেজনা দেখা দেয়। কালু শেখের লোকজন মগরেব আলীর লোকজনকে জোরপুর্বক ধরে আনতে যায়। শালিসে উপস্থিত হওয়ার জন্য তাদের চাপ দেয়া হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। উভয় পক্ষের লোকজন একেঅপরের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে। খবর পেয়ে কোমরপুর পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় ইটের আঘাতে এএসআই মাসুদ রানা আহত হন। পরে মুজিবনগর থানার ওসি মনিরুল ইসলাম অতিরিক্ত ফোর্স নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এসময় শহিদুল ইসলাম মেম্বরসহ কয়েকজনকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আহত পুলিশ কর্মতর্কা আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তাঁর চিকিৎসা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। তবে পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে জলবায়ু পরিবর্তন সচেতনতা বৃদ্ধিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুজিবনগরে দু’পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্যসহ ৯ জন আহত

আপডেট সময় : ০৫:৫০:১১ অপরাহ্ণ, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭

মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর ॥ মেহেরপুর মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে পুলিশের একজন এএসআইসহ নয় জন আহত হয়েছে। ঈদগাহের জমির বিরোধ নিষ্পতি সংক্রান্ত শালিস নিয়ে দু’পক্ষের মধ্যে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
আহতরা হচ্ছেন- কোমরপুর পুলিশ ক্যাম্পের এএসআই মাসুদ রানা, বাবুপুর গ্রামের মগরেব আলী পক্ষের মৃত আরব আলীর ছেলে কিতাব আলী (৪০), বাবু শেখের ছেলে মানিক হোসেন (২৪), আব্দুর রাজ্জাকের ছেলে সাইদুল ইসলাম (২৫)। কালু মিয়া পক্ষের জোনা শেখের ছেলে নজু শেখ (৪০), মৃত আকালী মিয়ার ছেলে আব্দুর রশিদ (৪০), খোদা বকসের ছেলে জিয়াউর রহমান (৩৪), আব্দুর কুদ্দুসের ছেলে আব্দুর রাকিব (৩২) ও শহিদুল ইসলামের ছেলে টুটুল মিয়া (২৭)।
এএসআই মাসুদ রানাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ ঠেকাতে গিয়ে তাঁর মাথায় ইটের আঘাত লাগে। দু’পক্ষের আহত আট জনকে মুজিবনগর ও মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুপুর গ্রামের ঈদগাহে চলাচলের রাস্তা নিয়ে গ্রামের বসতিপাড়া ও রিফিউজিপাড়ার বাসিন্দাদের মাঝে বিরোধ চলছিলো। মিমাংসার জন্য মহাজনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য বাবুপুর গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের বাড়ির পাশে মঙ্গলবার রাতে শালিস বসে। বসতিপাড়ার কালু শেখের লোকজন শালিসে উপস্থিত হয়। কিন্তু প্রতিপক্ষ রিফিউজিপাড়ার মগরেব আলীর লোকজন উপস্থিত হননি। এতে শালিসে উত্তেজনা দেখা দেয়। কালু শেখের লোকজন মগরেব আলীর লোকজনকে জোরপুর্বক ধরে আনতে যায়। শালিসে উপস্থিত হওয়ার জন্য তাদের চাপ দেয়া হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। উভয় পক্ষের লোকজন একেঅপরের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে। খবর পেয়ে কোমরপুর পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় ইটের আঘাতে এএসআই মাসুদ রানা আহত হন। পরে মুজিবনগর থানার ওসি মনিরুল ইসলাম অতিরিক্ত ফোর্স নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এসময় শহিদুল ইসলাম মেম্বরসহ কয়েকজনকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আহত পুলিশ কর্মতর্কা আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তাঁর চিকিৎসা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। তবে পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।