মঙ্গলবার | ২৭ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা কারাগারে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাবনা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জাবিতে ছাত্রশক্তির ক্যাম্পেইন শুরু Logo মাদকের বিরুদ্ধে সোচ্চার ডিএনসি: চাঁদপুরে আলোচনা সভা ও গণভোট সচেতনতা কার্যক্রম Logo শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খালাসের সময় ১৪ কোটি টাকার রাষ্ট্রীয় তেল ঘাটতির অভিযোগে দুদকের অভিযান Logo হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের লক্ষ্য হতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে শীর্ষে পৌঁছানো-জেলা প্রশাসক, চাঁদপুর Logo সাতক্ষীরা পৌর বিএনপির উদ্যোগে ৫নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Logo সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে দিনভর গণসংযোগ সুন্নীয়তের দাবি নিয়ে আসছি, মোমবাতিতে ভোট চাই -মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ  Logo লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ক্রীড়া চর্চা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা।

বিরতিতে যাওয়ার আগে ৬ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ এখন ১২৩ রান।

  • আপডেট সময় : ১২:৩৪:০৩ অপরাহ্ণ, সোমবার, ২৮ আগস্ট ২০১৭
  • ৭৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অধিনায়ক স্টিভেন স্মিথ আউট হওয়ার পর টাইগারদের মনে হচ্ছিল হয়তো এবার খুব তাড়াতাড়ি ভেঙে পড়বে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। উল্টো সেখান থেকে পিটার হ্যান্ডসকমকে নিয়ে প্রতিরোধ গড়েন ওপেনার ম্যাট রেনশ।

ক্রিজে থাকাকালে সতীর্থ ৫ জনকে ফিরে যেতে দেখেছেন, কিন্তু নিজে ছিলেন অনড়। খেলছিলেন নিজের মতো করে। এর মধ্যে মেহেদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হওয়ার পরও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। তবে শেষ রক্ষা হয়নি। সাকিবের বলে স্লিপে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে অর্ধশতক থেকে ৫ রান দূরে থাকতেই সাজঘরে ফিরে গেছেন এই ওপেনার। যদিও এর আগের ওভারেও তাইজুল ইসলামের বলে একই ধরনের ক্যাচ উঠেছিল স্লিপে। তবে সেটা আটকাতে পারেননি সৌম্য।

এদিকে, রেনশর উইকেট পতনের পরপরই লাঞ্চ বিরতিতে যায় দু’দল। ফলে বিরতিতে যাওয়ার আগেই বিপজ্জনক হয়ে উঠা রেনশকে (৪৫) ফিরাতে পারায় কিছুটা স্বস্তিতে থাকবে টাইগাররা। এর আগে অবশ্য রেনশকে যোগ্য সঙ্গ দেওয়া ৩৩ রান করা হ্যান্ডসকমকে ফিরিয়েছেন তাইজুল। ফলে বিরতিতে যাওয়ার আগে ৬ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ এখন ১২৩ রান। ৮ রানে থাকা গ্লেন ম্যাক্সওয়েল ও ৫ রানে অপরাজিত থাকা ম্যাথু ওয়েড বিরতির পর আবারও ব্যাটিংয়ে নামবেন।

এর আগে, বাংলাদেশের প্রথম ইনিংসে ২৬০ রানের জবাবে রবিবার ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানের মধ্যে অস্ট্রেলিয়ার ৩ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে বিকালটা নিজেদের করে নেন টাইগাররা।

তার আগে অবশ্য ব্যাটিংয়ে নেমে অজি পেসার প্যাট কামিন্সের তোপের মুখে পড়ে দলীয় ১০ রানের তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে তামিম-সাকিবের ১৫৫ রানের জুটির উপর ভর করে প্রথম ইনিংসে ২৬০ রানের একটা সম্মানজনক স্কোর দাঁড় করে মুশফিক বাহিনী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা কারাগারে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বিরতিতে যাওয়ার আগে ৬ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ এখন ১২৩ রান।

আপডেট সময় : ১২:৩৪:০৩ অপরাহ্ণ, সোমবার, ২৮ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

অধিনায়ক স্টিভেন স্মিথ আউট হওয়ার পর টাইগারদের মনে হচ্ছিল হয়তো এবার খুব তাড়াতাড়ি ভেঙে পড়বে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। উল্টো সেখান থেকে পিটার হ্যান্ডসকমকে নিয়ে প্রতিরোধ গড়েন ওপেনার ম্যাট রেনশ।

ক্রিজে থাকাকালে সতীর্থ ৫ জনকে ফিরে যেতে দেখেছেন, কিন্তু নিজে ছিলেন অনড়। খেলছিলেন নিজের মতো করে। এর মধ্যে মেহেদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হওয়ার পরও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। তবে শেষ রক্ষা হয়নি। সাকিবের বলে স্লিপে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে অর্ধশতক থেকে ৫ রান দূরে থাকতেই সাজঘরে ফিরে গেছেন এই ওপেনার। যদিও এর আগের ওভারেও তাইজুল ইসলামের বলে একই ধরনের ক্যাচ উঠেছিল স্লিপে। তবে সেটা আটকাতে পারেননি সৌম্য।

এদিকে, রেনশর উইকেট পতনের পরপরই লাঞ্চ বিরতিতে যায় দু’দল। ফলে বিরতিতে যাওয়ার আগেই বিপজ্জনক হয়ে উঠা রেনশকে (৪৫) ফিরাতে পারায় কিছুটা স্বস্তিতে থাকবে টাইগাররা। এর আগে অবশ্য রেনশকে যোগ্য সঙ্গ দেওয়া ৩৩ রান করা হ্যান্ডসকমকে ফিরিয়েছেন তাইজুল। ফলে বিরতিতে যাওয়ার আগে ৬ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ এখন ১২৩ রান। ৮ রানে থাকা গ্লেন ম্যাক্সওয়েল ও ৫ রানে অপরাজিত থাকা ম্যাথু ওয়েড বিরতির পর আবারও ব্যাটিংয়ে নামবেন।

এর আগে, বাংলাদেশের প্রথম ইনিংসে ২৬০ রানের জবাবে রবিবার ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানের মধ্যে অস্ট্রেলিয়ার ৩ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে বিকালটা নিজেদের করে নেন টাইগাররা।

তার আগে অবশ্য ব্যাটিংয়ে নেমে অজি পেসার প্যাট কামিন্সের তোপের মুখে পড়ে দলীয় ১০ রানের তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে তামিম-সাকিবের ১৫৫ রানের জুটির উপর ভর করে প্রথম ইনিংসে ২৬০ রানের একটা সম্মানজনক স্কোর দাঁড় করে মুশফিক বাহিনী।