ইউরোপা লিগে সেরা খেলোয়াড় পল পগবা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৫৭:৫৫ অপরাহ্ণ, শনিবার, ২৬ আগস্ট ২০১৭
  • ৭৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পল পগবা উয়েফা ইউরোপা লিগে ২০১৬-১৭ মৌসুমে সেরার পুরস্কার জিতেছেন। পগবার সঙ্গে সেরার লড়াইয়ে তার সতীর্থ হেনরিখ মিতারায়ন ও জাতান ইব্রাহিমোবিচও ছিলেন।

শেষে তাদের হারিয়ে সেরার স্থান দখল করেন ২৪ বছর বয়সী পগবা।

গত মে মাসে আজাক্সকে ২-০ গোলে হারিয়ে ক্লাব ইতিহাসে প্রথম ইউরোপা লিগ জিতেছে ইউনাইটেড।  এতে গত বছরে জুভেন্টাস থেকে ফের ইউনাইটেডে আসা পগবার ভূমিকাই ছিল বেশি।  এবার পগবা নিজেই পেয়েছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।

পুরস্কার জেতার পর পল পগবা বলেন, সবাইকে ধন্যবাদ। প্রথমবার উয়েফা ইউরোপা লিগে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আমি সত্যই গর্বিত।  আশা করি গত মৌসুমের মতো এবারের মৌসুমটা দুর্দান্ত যাবে।

সূত্র : ইএসপিএন

ট্যাগস :

ইউরোপা লিগে সেরা খেলোয়াড় পল পগবা !

আপডেট সময় : ০৩:৫৭:৫৫ অপরাহ্ণ, শনিবার, ২৬ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পল পগবা উয়েফা ইউরোপা লিগে ২০১৬-১৭ মৌসুমে সেরার পুরস্কার জিতেছেন। পগবার সঙ্গে সেরার লড়াইয়ে তার সতীর্থ হেনরিখ মিতারায়ন ও জাতান ইব্রাহিমোবিচও ছিলেন।

শেষে তাদের হারিয়ে সেরার স্থান দখল করেন ২৪ বছর বয়সী পগবা।

গত মে মাসে আজাক্সকে ২-০ গোলে হারিয়ে ক্লাব ইতিহাসে প্রথম ইউরোপা লিগ জিতেছে ইউনাইটেড।  এতে গত বছরে জুভেন্টাস থেকে ফের ইউনাইটেডে আসা পগবার ভূমিকাই ছিল বেশি।  এবার পগবা নিজেই পেয়েছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।

পুরস্কার জেতার পর পল পগবা বলেন, সবাইকে ধন্যবাদ। প্রথমবার উয়েফা ইউরোপা লিগে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আমি সত্যই গর্বিত।  আশা করি গত মৌসুমের মতো এবারের মৌসুমটা দুর্দান্ত যাবে।

সূত্র : ইএসপিএন