হরিণাকুন্ডুকে ৪-০ গোলে হারিয়ে কোটচাঁদপুরের জয়
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর বাজার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে গান্না ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন মালিথা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল কবুতর উড়িয়ে খেলার উদ্বোধনী ঘোষনা করেন। এ সময় আয়োজকদের পক্ষে তোফাজ্জেল হোসেন বিশ্বাস, কামরুজ্জামান মীর, আব্দুল মালেক, রায়হান উদ্দীন মালিথা, সারোয়ার হোসেন, মুন্না, জাহাঙ্গীর হোসেন জোয়ারদারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চন্ডিপুর বাজার ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সৌজন্যে ঢাকাস্থ ঝিনাইদহ ট্রান্সপোর্ট এর সত্বাধীকারী জাহিদুল ইসলাম এই টুর্ণামেন্টের আয়োজন করেন। প্রতিযোগিতায় ঝিনাইদহ জেলার ৮টি দল অংশ গ্রহন করছেন। শুক্রবার উদ্বোধনী দিনে হরিণাকুন্ডু রাজ ডেন্টাল কেয়ার যুব সংঘ একাদশ ও কোটচাঁদপুরের খেলোয়াড় কল্যান সমিতি একাদশ একে অপরের মোকাবিলা করে। খেলায় কোটচাঁদপুর খেলোয়াড় কল্যান সমিতি একাদশ একচেটিয়া প্রভাব বিস্তার করে হরিণাকুন্ডুকে ৪-০ গোলে পরাজিত করে। কোটচাঁদপুরের পক্ষে সাব্বির ২টি, সুমন ১টি ও তাইবু ১টি করে গোল করে দলকে বিপুল গোলের ব্যবধানে জয়ী করতে সমর্থ হন। কোটচাঁদপুরের সাব্বির শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত হন।