জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান সংকটের সমাধান !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৭:৩৩ অপরাহ্ণ, সোমবার, ৭ আগস্ট ২০১৭
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের বিষয়ে অবশেষে সমঝোতায় পৌঁছেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশসান ও আন্দোলনকারী শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত আলোচনা শেষে সমঝোতার ঘোষণা দেন উভয় পক্ষ। প্রশাসনের পক্ষ থেকে মামলা প্রত্যাহারের আশ্বাস দেওয়া হলে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে জাবি উপাচার্য সাংবাদিকদের জানান, আলোচনা সফল হয়েছে। সমস্যার সন্তোষজনক সমাধান হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মুশফিক উস সালেহীন বলেন, প্রশাসন মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে। আশা করি-দ্রুত মামলা প্রত্যাহার করা হবে।

এর আগে বৃহস্পতিবার মামলা প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে চতুর্থ দিনের মত প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্য এসে আলোচনার প্রস্তাব দেন। এরই পরিপ্রেক্ষিতে বিকাল ৫টার দিকে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান সংকটের সমাধান !

আপডেট সময় : ০২:০৭:৩৩ অপরাহ্ণ, সোমবার, ৭ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের বিষয়ে অবশেষে সমঝোতায় পৌঁছেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশসান ও আন্দোলনকারী শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত আলোচনা শেষে সমঝোতার ঘোষণা দেন উভয় পক্ষ। প্রশাসনের পক্ষ থেকে মামলা প্রত্যাহারের আশ্বাস দেওয়া হলে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে জাবি উপাচার্য সাংবাদিকদের জানান, আলোচনা সফল হয়েছে। সমস্যার সন্তোষজনক সমাধান হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মুশফিক উস সালেহীন বলেন, প্রশাসন মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে। আশা করি-দ্রুত মামলা প্রত্যাহার করা হবে।

এর আগে বৃহস্পতিবার মামলা প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে চতুর্থ দিনের মত প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্য এসে আলোচনার প্রস্তাব দেন। এরই পরিপ্রেক্ষিতে বিকাল ৫টার দিকে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।