মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে একটি অস্ত্র মামলায় রুবেল আলী নামের একজনকে ১৪ বছর কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের ৪র্থ আদালতের বিচারক মো: তাইজুল ইসলাম এ আদেশ দেন। দন্ডাদেশপ্রাপ্ত রুবেল আলী সদর উপজেলার শোলমারী গ্রামের মজনু আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ২৪ জুন সকালে গোপন সংবাদের ভিত্তিতে শোলমারী থেকে ২ডঁ রামদা ও ১টি সাটারগানসহ রুবেলকে আটক করেন শোলমারী বিওপির হাবিলদার আব্দুর রহমান। ওই দিনই তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় ৭ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। দির্ঘ শুনানী সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা করে বিচারক তাদের বিরুদ্ধে ওই আদেশ দেন। মামলায় রাষ্ট্র পক্ষে এসএম রুস্তুম আলী এবং আসামি পক্ষে মারুফ আহামেদ বিজন আইনজীবীর দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার
১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ