ঝিনাইদহ সংবাদদাতাঃ জিনাইদহের মহেশপুরে রাতের অন্ধকারে মোবাইল ফোনের দোকানের দরজা কেটে চুরি যাওয়া মোবাইলের মধ্যে থেকে ৪০টি মোবাইল ফোনসহ চোর মেহেদী হাসানকে (১৯) গত বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে আটক করে পুলিশ। থানা সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই মতলেবুর রহমান ও এসআই মাসুদুর রহমান মাসুদ মহেশপুর বাজারের একটি দোকান থেকে জলিলপুর বাজারের ইমেজ কসমেটিকস্ এর দোকান থেকে চুরি যাওয়া মোবাইলের মধ্যে ১০টি মোবাইল নওদাগ্রামের ওবাইদুল ইসলামের ছেলে মেহেদী হাসান বিক্রি করতে আসে। এসময় তাকে ১০টি চোরাই মোবাইল সহ আটক করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদুর রহমান জানান, চোর মেহেদী হাসানের স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ী থেকেই চুরি যাওয়া ৪০টি মোবাইল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, চুরি যাওয়া বাকী মোবাইল উদ্ধার ও অন্যান্য আসামীদের ধরার চেষ্টা চলছে। উল্লেখ্যঃ গত ২৯ জুন (বৃহস্পতিবার) গভীর রাতে মহেশপুর পৌর এলাকার জলিলপুর বাজারের ইমেজ কসমেটিকস্ এর দোকানের দরজা ভেঙ্গে চোরেরা প্রায় ৫ লাখ টাকার মোবাইল ফোনসহ অন্যান্য জিনিস চুরি করে নিয়ে যায়।